হলদিয়া শহরের জন্মদিন সরকারিভাবে ঘোষণা করা হোক দাবি বুদ্ধিজীবী ও সাংবাদিক মহলে
হলদিয়ার জন্মদিন কবে? ১৯৫৯ সালে ১লা নভেম্বর হলদিয়া এন্কারেজে মধ্য দিয়ে হলদিয়া বন্দরে জাহাজের পণ্য ওঠানামা হয়েছিল। হলদিয়ার জন্মদিন বা সূচনা পর্ব ত…
হলদিয়া শহরের জন্মদিন সরকারিভাবে ঘোষণা করা হোক দাবি বুদ্ধিজীবী ও সাংবাদিক মহলে
হলদিয়ার জন্মদিন কবে? ১৯৫৯ সালে ১লা নভেম্বর হলদিয়া এন্কারেজে মধ্য দিয়ে হলদিয়া বন্দরে জাহাজের পণ্য ওঠানামা হয়েছিল। হলদিয়ার জন্মদিন বা সূচনা পর্ব তাহলে কি ১৯৫৯ সালের ১লা নভেম্বর?
এই বিতর্কের অবসান ঘটানোর জন্য হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র উদ্যোগ হলদিয়া মহকুমার এলাকায় সাংবাদিকদের সহযোগিতা নিয়েই ২০১৯ বিশেষ সেমিনার হয়।
১৯৫৯ সালের ১ নভেম্বরের দিনকে স্মরণ করে সিটি সেন্টার মোড়ে বিশেষ অনুষ্ঠান হয় প্রতিবছর।এই অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলায় এবং হলদিয়া মহকুমার এলাকার সাংবাদিকরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এই বছর হলদিয়া জন্মদিন কমিটির উদ্যোগে হলদিয়া সিটি সেন্টার মোড়ে জন্মদিন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিকেল পাঁচটা থেকে আলোচনা শিবির অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ডঃ সুজন কুমার বালা। সভায় সভাপতিত্ব করবেন প্রাক্তন প্রধান শিক্ষক সাংবাদিক বীরেন্দ্রনাথ মাইতি। সঞ্চালনা করবেন হলদিয়া নিউজ ডাইরেক্টর দুর্গাপদ মিশ্র ।
হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র বলেন নতুন প্রজন্মকে হলদিয়া বিষয়ে জানানোর জন্য আমাদের এই উদ্যোগ। বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে জন্মদিন পালন হয় ভিন্ন ভিন্ন দিনে। তাহলে এই শহরের জন্মদিন কেন নির্দিষ্ট দিনে পালন করা হবে না? সরকারিভাবে কেন তা ঘোষণা করা হবে না তারই দাবি নিয়ে, দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
No comments