কবির জন্মদিনে সাহিত্য সভা
চামেলী ভট্টাচার্য শিয়ালদা: আনন্দ মুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ আয়োজিত শারদ সাহিত্য সম্মেলন গাড়াপোতা রামদিয়া পাড়া নদীয়া জেলা। (কলিকাতার শিয়ালদা কৃষ্ণ পদ ঘোষ মেমোরিয়াল) হলে অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচ…
কবির জন্মদিনে সাহিত্য সভা
চামেলী ভট্টাচার্য শিয়ালদা: আনন্দ মুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ আয়োজিত শারদ সাহিত্য সম্মেলন গাড়াপোতা রামদিয়া পাড়া নদীয়া জেলা। (কলিকাতার শিয়ালদা কৃষ্ণ পদ ঘোষ মেমোরিয়াল) হলে অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত দুই কবির জন্মদিনে কবিতা পাঠের আসর হয়।
কবি সঞ্জীব কুমার রাহা ও কমল ঘোষের জন্মদিন ও সাহিত্য সম্মেলনে কবিতা পাঠ করেন কবি পার্থ সারথি গায়েন, জয়দ্বীপ চট্টোপাধ্যায় , অভিজিৎ গুপ্ত ,সম্পাদক সুপর্ণা দাস রায় প্রমুখ।
উপস্থিত কবিগণ কবিতা পাঠ করেন। ২৯ শে অক্টোবর রবিবার অসাধারন একটি সাহিত্য সন্ধ্যা ও কবিদের আলোচনায় এক মনোরম পরিবেশ তৈরি হয়েছিল।
No comments