Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভা পিএম সমৃদ্ধিতে হকারদের জন্য সুখবর

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/810YTruXbNkহলদিয়া পৌরসভা পিএম সমৃদ্ধিতে হকারদের জন্য সুখবর

PM SVANidhi ঋণের আবেদন পত্র জমা নেওয়া হবে হলদিয়া পৌরসভার NULM দপ্তরে । কারা করবেন ঋণের জন্য আবেদন ১) রাস্তার ধারে চা, ফাস্ট ফুড, …

 





ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/810YTruXbNk

হলদিয়া পৌরসভা পিএম সমৃদ্ধিতে হকারদের জন্য সুখবর



PM SVANidhi ঋণের আবেদন পত্র জমা নেওয়া হবে হলদিয়া পৌরসভার NULM দপ্তরে । কারা করবেন ঋণের জন্য আবেদন 

১) রাস্তার ধারে চা, ফাস্ট ফুড, ছোট স্টেশনারী, মাংসের, পানের দোকান, সেলুন, তেলেভাজা, ছোট কাপড়ের দোকান, ফুচকা, মিষ্টি ব্যবসায়ীগণ।

২) ঠেলা গাড়িতে সব্জি, মাছ,ফল, আইসক্রীম ব্যবসায়ীগণ । ৩) ছোট বিউটি পার্লার, হাতের তৈরী জিনিস প্রস্তুতকারক, বাড়ীতে ছোট ভূষিমাল দ্রব্য ব্যবসায়ীগণ। এছাড়া ও ছোটখাটো সব ধরনের ব্যবসায়ীগণ। আবেদনের ফর্ম এর জন্য ওয়ার্ড অফিস ও NULM দপ্তরে যোগাযোগ করুন ঋণের পরিমান ১ম দফায় দশহাজার টাকা, দ্বিতীয় দফায় কুড়ি হাজার তৃতীয় দফায় পঞ্চাশ হাজার টাকা পাবেন।

এর সুদের উপর থাকছে ভর্তুকি।ডিজিট্যাল লোনের মাধ্যমে ব্যবসা করলে মাসে সর্বোচ্চ ১০০ টাকা ক্যশব্যাক

আরো বিস্তারিত জানার জন্য হলদিয়া পৌরসভার NULM দপ্তরে যোগাযোগ করুন।আবেদন পত্র ৩০ শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত জমা নেওয়া হবে। জানিয়েছেন হলদিয়া পৌরসভার কর্তৃপক্ষ।


No comments