জেলাপরিষদে বিরোধী দলনেতা বামদেবরাজ্যের বিরোধী দলনেতা শ্রীশুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিজেপির বিরোধী দলনেতা হলেন শ্রীবামদেব গুছাইত, এছাড়াও নয়টি স্থায়ী সমিতিতে বিজেপি সদস্যদের নাম ঘোষণা জেলাশাসক দপ্তরে বিজে…
জেলাপরিষদে বিরোধী দলনেতা বামদেব
রাজ্যের বিরোধী দলনেতা শ্রীশুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিজেপির বিরোধী দলনেতা হলেন শ্রীবামদেব গুছাইত,
এছাড়াও নয়টি স্থায়ী সমিতিতে বিজেপি সদস্যদের নাম ঘোষণা জেলাশাসক দপ্তরে বিজেপি জেলা পরিষদ সদস্যরা
জেলা পরিষদে বিরোধী দলনেতা শুভেন্দু-ঘনিষ্ঠ ৰামদে
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা হলেন বিজেপির বামদেব গুছাইত। বিজেপির জেলা সম্পাদক বামেদব শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। সম্প্রতি বিজেপি'র সাংগঠনিক রদবদলে বামদেব কিষান মোর্চার পদ থেকে দলের জেলা সম্পাদক হয়েছেন। ৭০ আসনের জেলা পরিষদে ৫৬টিতে জিতেছে তৃণমূল। বিজেপি ১৪টি আসনে জিতেছে। পরে খেজুরি-১ ব্লক থেকে জেতা বুলুরানি করণ তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে এখন তৃণমূলের জেলা পরিষদ সদস্য সংখ্যা ৫৭, বিজেপি'র ১৩।
এখনও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচন হয়নি। তার আগেই দলনেতা হিসেবে বামদেব গুছাইতের নাম প্রস্তাব করেছেন বিজেপি জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তাপসী মণ্ডল জেলাশাসকের অফিসে গিয়ে চিঠি দেন।
দলীয় সূত্রে খবর, জনস্বাস্থ্য স্থায়ী সমিতির সদস্য পদে জয়দেব মিদ্যা, পূর্ত-পরিবহণ স্থায়ী সমিতিতে উত্তম সিংহ, কৃষি-সেচ স্থায়ী সমিতিতে বাসুদেব মন্ত্রী, শিক্ষা-সংস্কৃতিতে বাঁশরী পণ্ডিত, শিশু নারী উন্নয়নে সুনীতি কুমরি নায়েক, বন-ভূমি সংস্কারে সুরভী খামরুই মণ্ডল, খাদ্য সরবরাহে মৌমিতা সী, বিদ্যুৎ ও ক্ষুদ্রশিল্পে অরূপ জানা এবং মৎস্য- প্রাণীসম্পদ স্থায়ী সমিতিতে সুব্রত পাইকের দৌড়ে বামদেব এগিয়ে ছিলেন। নাম প্রস্তাব করা হয়েছে। শহিদ মাতঙ্গিনী ব্লক থেকে এ বারই প্রথম জেলাপরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন বামদেব গুছাইত। এর আগে তৃণমূল নেতা হিসেবে তিনি শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই-২ গ্রামপঞ্চায়েত প্রধান পদে ছিলেন। পরে পর্যন্ত শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ও গত ২০১৩- ২০১৮ সহ-সভাপতি পদে ছিলেন।
দলীয় সূত্রের খবর, এ বার পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করে বিজেপি শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি ও একাধিক গ্রামপঞ্চায়েতের ক্ষমতা দখল করেছে।
ব্লকে তিনটি জেলাপরিষদের আসনের মধ্যে দু'টিতে জিতেছে বিজেপি। এর মধ্যে একটি আসনে জয়ী হয়েছেন বামেদব। তমলুকের বিধায়ক ও তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের বিধানসভা এলাকায় পঞ্চায়েত ভোটে বিজেপির এই সাফল্যে বামদেবের বিশেষ ভূমিকার বিষয়ে দলের অন্দরে চর্চা চলছিল। ফলে জেলা পরিষদের বিরোধী দলনেতারএ দিন তিনি বলেন, ”জেলাবাসীর উন্নয়নের স্বার্থে আমরা দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব।তৃণমূল পরিচালিত জেলা পরিষদের কাজে দুর্নীতি ও জেলায় সন্ত্রাসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাব ও আন্দোলন করব। শুভেন্দু অধিকারীর দেখানো পথে আমরা সোচ্চার হব।” এর পাল্টা জেলাপরিষদের সভাধপতি উত্তম বারিক মন্তব্য করেন, “বিরোধী দলনেতা হিসেবে কাজ শুরু করার আগেই উনি যে ভাবে মন্তব্য করছেন তাতে স্পষ্ট যে, বিজেপি জেলার উন্নয়ন চায় না।”
No comments