Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রতিষ্ঠাতাদের স্মরণ করে ২৪ তম বর্ষে আমরা সবাই পুজোর উদ্বোধন

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/uKVexdgi_-wপ্রতিষ্ঠাতাদের স্মরণ করে ২৪ তম বর্ষে আমরা সবাই পুজোর উদ্বোধন
২৪ তম বর্ষে পদার্পণ করলো আমরা সবাই পুজো কমিটি প্রতিষ্ঠাতাদের স্মরণ করে তাদের নামে নামাঙ্কিত সাংস্কৃতিক মঞ্চ সাধারণ মানু…

 





ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/uKVexdgi_-w

প্রতিষ্ঠাতাদের স্মরণ করে ২৪ তম বর্ষে আমরা সবাই পুজোর উদ্বোধন


২৪ তম বর্ষে পদার্পণ করলো আমরা সবাই পুজো কমিটি প্রতিষ্ঠাতাদের স্মরণ করে তাদের নামে নামাঙ্কিত সাংস্কৃতিক মঞ্চ সাধারণ মানুষকে উপহার দিলেন এবারে মহিলাদের দ্বারা পরিচালিত পুজো কমিটি। পঞ্চমিক পূর্ণ তিথিতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজ পূজার উদ্বোধন অনুষ্ঠিত হয়

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার দুস্থ মানুষদের হাতে পুজোর নতুন পোশাক তুলে দিলেন  এবং হলদিয়া শিল্পাঞ্চল থাকার জন্য দূষিত হচ্ছে এলাকা। দূষণ রোধে সবুজায়নের বার্তা দেওয়ার জন্য চারা গাছ বিতরণ করলেন। পুজো কয়েকটি দিন থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যোগা প্রদর্শন এবং অষ্টমীতে থাকছে মায়ের ভোগ বিতরণ জানালেন পুজোর অন্যতম কার্যকর্তা এবং হলদিয়ার উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা। 

তিনি বলেন ২০০০ সালে প্রথম শোলাট গেঁওয়াডাব বড় বাড়ি চাউলখোলা কিসমত শিবরাম নগর শোভা রামপুর এবং দেভোগ গ্রাম মিলে এই পূজার চলা শুরু করেছিলেন। সেই সময়কালে সভাপতি ছিলেন প্রয়াত শিক্ষক সুভাষচন্দ্র পড়ুয়া এবং পুজো কমিটির সম্পাদক ছিলেন এবং পুজোর উদ্যোক্তা এবং  পুরোহিত হিসেবে পৌরহিত করেছিলেন প্রয়াত অনিরুদ্ধ মিশ্র তাদের স্মৃতির উদ্দেশ্যেই এবারে   সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা হয়েছে।

 আগামী বছর ২৫ তম বর্ষে পদার্পণ করবে তিনি বলেন এখন বর্তমানে প্রায় প্রত্যেকটি গ্রামে উৎসবের মানুষ মেতে উঠেন কিন্তু সকলের প্রচেষ্টা নিয়ে যাওয়াটা পঞ্চানন স্মৃতি মিলন বিদ্যাভবন মাঠে সার্বজনীন আমরা সবাই দুর্গা উৎসবের সূচনা হয়েছিল তাই সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই পুজো মন্ডপে আসুন এবং আগামী দিনে ২৫ তম বর্ষে সকলে একসঙ্গে মায়ের আরাধনা করি।

No comments