Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 21, 2025

Weather Location

Popular Posts

Breaking News:

আজ উদ্বোধন মণ্ডপের! ভার্চুয়ালি উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা

আজ উদ্বোধন মণ্ডপের! ভার্চুয়ালি উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা

মহালয়ের আগেই বৃহস্পতিবার ১২ ই অক্টোবর হবে ভার্চুয়াল পদ্ধতিতে পুজোর উদ্বোধন। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জেলার অধিকাংশ পুজোর মণ্ডপের…

 




আজ উদ্বোধন মণ্ডপের! ভার্চুয়ালি উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা



মহালয়ের আগেই বৃহস্পতিবার ১২ ই অক্টোবর হবে ভার্চুয়াল পদ্ধতিতে পুজোর উদ্বোধন। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জেলার অধিকাংশ পুজোর মণ্ডপের কাজ এখনও সম্পূর্ণ রূপে শেষ হয়নি। বুধবার রাতে কাঁথি, তমলুক হলদিয়ায় মতো শহরের দেখা গিয়েছে কোনও মণ্ডপের ‘গায়ে' কাপড় চড়ছে। কোথাও প্রতিমার সাজসজ্জা শেষ হয়নি।  কোথাও পুজো মণ্ডপ রয়েছে আঁধারে ডুবেই। আর কাজ সময়ে শেষ না হওয়ার জন্য সদ্য হওয়া নিম্নচাপকেই দুষছেন উদ্যোক্তারা।

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার প্রথম দফায় জেলার ৩১টি পুজো মণ্ডপ উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এর মধ্যে শুধু কাঁথি শহরেই রয়েছে চারটি পুজো মণ্ডপ। এই চারটির মধ্যে একটিরও মণ্ডপ এবং প্রতিমা তৈরির কাজ শেষ হয়নি। কাঁথি শহরে যে সব পুজো মণ্ডপ উদ্বোধন করার কথা রয়েছে মমতার, তার মধ্যে একটি হল পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের নিজস্ব ক্লাবের। কাঁথি পুরসভার প্রশাসনিক ভবনের পাশে 'ক্লাব চৌরঙ্গী'র পুজো এ বছর ১৭তম বর্ষে পা দিয়েছে। বুধবার সন্ধ্যায় গিয়ে দেখা গেল, এখনও বহু কাজ বাকি। মণ্ডপে চড়ছে কাপড়। তবে আলো জ্বলেনি এখনও।

একই অবস্থা কাঁথির কৃষ্ণকান্ত পুকুর পাড়ের একটি মণ্ডপের। 'বন্দেমাতরম স্পোর্টিং ক্লাবে'র উদ্যোগে হোগলা পাতা আর নারকেলের পিচ কাঠি দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ। নির্মাণের কাজ করার ফাঁকে এক যুবক বলেন, “আগামীকাল উদ্বোধন। কিন্তু বহু কাজ বাকি। সারা রাত কাজ করলেও শেষ হবেনা।” সেখানে দুর্গা প্রতিমা নির্মাণের কাজও অনেক বাকি রয়েছে। কাঁথি শহরের সাধু জানার পুকুর পাড়ে ক্লাব ‘ইয়ুথ গিল্ডে’র পুজো মণ্ডপ উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বরাবর এই ক্লাবের পুজো মণ্ডপ দর্শকদের নজর কাড়ে। সেরার সেরা পুরস্কার পেয়েছে প্রতি বছর। এবার পুজোর আয়োজন অনেক বাকি। ক্লাবের অন্যতম কর্মকর্তা সঞ্জয় মিশ্র বলছেন, “বৃষ্টির কারণে কয়েকদিন পুজো প্রস্তুতি বিঘ্নিত হয়েছে। তবে যেহেতু মুখ্যমন্ত্রী পুজো মণ্ডপ উদ্বোধন করবেন, তাই দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।” পুজোর প্রস্তুতিতে কিছুটা হলেও এগিয়ে কাঁথি শহরের রাজাবাজার মহিলা পরিচালিত দুর্গা বাড়ির দুর্গা পুজোর আয়োজন। যার মূল পরামর্শদাতা পুর প্রধান সুবল মান্না। সেখানে মণ্ডপ সাজানোর কাজ শেষ হয়েছে। প্রতিমার গায়ে কাপড় আর রঙ চড়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে চরম ব্যস্ততা প্রশাসনিক মহলে। বুধবার সকাল থেকে বারবার পুজো উদ্যোক্তাদের সঙ্গে শেষ মুহুর্তের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

আগামী শনিবার ১৪ ই অক্টোবর মহালয়া। দেবীপক্ষের সূচনা হবে সেদিন। তার আগে পিতৃপক্ষ চলাকালীন দুর্গাপুজোর উদ্বোধন করার ব্যস্ততা নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “শাস্ত্রীয় রীতি না মেনে শুধু রাজনীতি করার জন্য আগে উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী।” যদিও জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলছেন, “মুখ্যমন্ত্রীর হাত ধরে পুজো মন্ডপ উদ্বোধন হবে এটা তো আনন্দের।” পূর্ব মেদিনীপুর জেলা পুরোহিত পর্ষদের সাধারণ সম্পাদক রাধাকান্ত চক্রবর্তী বলেন বারোয়ারি পুজো উদ্বোধন হয়ে যায় অনেক আগেই যাতে ভিড় সামলানোর জন্য বর্তমানে রীতি-নীতি মেনেই কোন কিছুই চলছে না।

No comments