মহিষাদলে পৌঁছল মৃত শ্রমিকের দেহ
গুজরাত থেকে মহিষাদলের মধ্যহিংলির বাড়িতে প্রশাসনের উদ্যোগে পৌঁছল মৃত পরিযায়ী শ্রমিক সুব্রত দাসের (৩৭) মৃতদেহ। গুজরাতের ভারুচ জেলার বাগাতিয়ায় সাফাই কর্মীর কাজ করতেন মৃত যুবক। রবিবার সকালে গুজরাত থ…
মহিষাদলে পৌঁছল মৃত শ্রমিকের দেহ
গুজরাত থেকে মহিষাদলের মধ্যহিংলির বাড়িতে প্রশাসনের উদ্যোগে পৌঁছল মৃত পরিযায়ী শ্রমিক সুব্রত দাসের (৩৭) মৃতদেহ। গুজরাতের ভারুচ জেলার বাগাতিয়ায় সাফাই কর্মীর কাজ করতেন মৃত যুবক। রবিবার সকালে গুজরাত থেকে তাঁর মহিষাদলের বাড়িতে মৃত্যুর সংবাদ পৌঁছয়। তারপরে মৃতদেহ আনা নিয়ে জটিলতা তৈরি হয়। শেষমেশ মহিষাদল এর বিডিও যোগেশচন্দ্র মণ্ডল-এর হস্তক্ষেপে প্রশাসনিক খরচে আনা হয় মৃতদেহ। মঙ্গলবার বিকেলে মৃতদেহ বাড়ি পৌঁছনো মাত্র মৃতের পরিবার পরিজনরা কান্নায় ভেঙে পড়েন । তবে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে প্রশাসনের তরফে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বিডিও।
No comments