Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্ব ভ্রমণে বেরিয়ে সমুদ্র সৈকত তাজপুরে এসে পৌঁছালেন মালয়েশিয়ার যুবক

বিশ্ব ভ্রমণে বেরিয়ে সমুদ্র সৈকত তাজপুরে এসে পৌঁছালেন মালয়েশিয়ার যুবক

এ যেন বিশ্ব ছোঁয়ার গল্প। ঠিক গল্প নয় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিশ্ব জয় করার স্বপ্ন। বিশ্ব ভ্রমণে বেরিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মালয়েশিয়ার এক যুবক। এশিয়া,…

 




বিশ্ব ভ্রমণে বেরিয়ে সমুদ্র সৈকত তাজপুরে এসে পৌঁছালেন মালয়েশিয়ার যুবক



এ যেন বিশ্ব ছোঁয়ার গল্প। ঠিক গল্প নয় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিশ্ব জয় করার স্বপ্ন। বিশ্ব ভ্রমণে বেরিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মালয়েশিয়ার এক যুবক। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, পৃথিবীর বিভিন্ন মহাদেশে পাড়ি জমাতে চান তিনি। যেই ভাবনা সেই কাজ তিনি পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন এই মুহূর্তে অনেক দেশ ও তিনি ঘুরে ফেলেছেন। পৃথিবীর সৌন্দর্য তাকে বারে বারে টানে। মালয়েশিয়ার বাহারুদ্দিন ভারতবর্ষের পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর পূর্ব মেদিনীপুরের  রামনগর বিধানসভার তাজপুর এসে পৌঁছেছেন। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার অদম্য নেশা তাকে বিশ্ব ভ্রমণে নিয়ে এসেছে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পৃথিবীর সমস্ত দেশ ঘুরে দেখার। অনেকের ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না কিন্তু মালয়েশিয়ার এই যুবক এই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। সমুদ্রসৈকতে আসার পর তিনি খুবই খুশি, তিনি মনে করছেন অনেকটাই মালয়েশিয়া মত ঘরের অনুভূতি তিনি পাচ্ছেন। গ্রামের মানুষের সাথে তিনি হাসিমুখেই কথা বলছেন। যদিও ভাষাগত সমস্যার দরুন গ্রামের সাধারণ মানুষ তার কথা বুঝতে পারে পারছেন না। কয়েকজন যারা ইংরেজি বোঝেন তারাই তার সাথে গল্পে মজে উঠলেন। সৈকত শহর এলাকায় এক বিদেশি পর্যটক এমন ভাবে এক বিচিত্র গাড়ির মাধ্যমে আসতে দেখে সবাই হতভাগ হয়ে ওঠে প্রথমে। গাড়ির মধ্যেই থাকা খাওয়া রান্না সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে তার। সকাল সকাল গাড়ির মধ্যেই বানিয়ে ফেললেন এক কাপ চাও। বিশ্ব ভ্রমণে বেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে দুর্গা পুজো আসছে তাও তিনি আঁচ করতে পেরেছেন। চারিদিকে প্যান্ডেলের চিত্র ও আলোক রোশনাই দেখে তিনি প্রথমে হতবাক হয়েছিলেন কিছু একটা অনুষ্ঠান হতে চলেছে পশ্চিমবঙ্গে।

বিশ্ব ভ্রমণে বেরিয়ে সমুদ্র সৈকত তাজপুরে এসে পৌঁছালেন মালয়েশিয়ার যুবক।

বিশ্ব ভ্রমণ করা মুখের কথা নয়। অসম্ভবের মধ্যেই লুকিয়ে আছে সম্ভব শব্দ বন্ধটি। মালয়েশিয়ার এই যুবক তা সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন। আগামী দিনে তিনি যেতে চান পৃথিবীর আরও বিভিন্ন প্রান্তে পৃথিবীর রূপ রস গন্ধ তিনি আস্বাদন করতে চান।

No comments