ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/1CY1Nbwtbow
ব্যক্তিগত উদ্যোগে এলাকার মায়েদের শাড়ি বিতরণ
পুজো আর কয়েকদিন পরেই নতুন পোশাক দুঃস্থ মানুষ সহ এলাকার মায়েদের হাতে নতুন পোশাক তুলে দিলেন এরিয়াখালী গ্রামের বিজয়। নিছ উদ্যোগে প্রত…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/1CY1Nbwtbow
ব্যক্তিগত উদ্যোগে এলাকার মায়েদের শাড়ি বিতরণ
পুজো আর কয়েকদিন পরেই নতুন পোশাক দুঃস্থ মানুষ সহ এলাকার মায়েদের হাতে নতুন পোশাক তুলে দিলেন এরিয়াখালী গ্রামের বিজয়। নিছ উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবছর এলাকার ১০০ জন মায়েদের হাতে নতুন পোশাক তুলে দিলেন। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েত এরিয়াখালি গ্রাম। অতিবৃষ্টি হলেই অতিবৃষ্টি হলেই ওই এলাকার মানুষদের ঘুম চলে যায় এই বুঝি হুগলি নদী বাঁধ ভেঙে জল আসবে। কিন্তু পুজো আসছে সামনে গত বছর আমফানে ওই এলাকায় জলে ডুবে যায় কিন্তু এখন ওই এলাকার জেলা প্রশাসনের উদ্যোগে নদী বাঁধের কাজ চলছে।
আর কয়েকদিন পরেই শারদীয়ার দুর্গাপুজো, বিজয় কৃষ্ণ দাস নিজে এলাকার মায়েদের নতুন শাড়ি তুলে দিয়ে তিনি খুশি হলেন আজকের উপস্থিত ছিলেন কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য মনোমিতা দাস।
বিজয় বাবু বলেন শুধু নতুন পোশাক নয়, দশ কিলোকরে চাল প্রত্যেক ২০ জনের হাতে আজকে তুলে দিলাম। এলাকার মানুষ যাতে পুজোর কয়েকটা দিন ভালো কাটাতে পারে সেই জন্যই এই আমার ক্ষুদ্র প্রয়াস।
No comments