বন্দর থেকে বেরিয়ে যাওয়ার পর ফের মাঝসমুদ্র থেকে বন্দরের ডকে ফিরিয়ে আনা হল
হলদিয়া বন্দর থেকে বেরিয়ে যাওয়ার পর ফের মাঝসমুদ্র থেকে বন্দরের ডকে ফিরিয়ে আনা হল মৃতদেহ উদ্ধার হওয়া 'কাভো আলকাইঅন' নামের সেই বিদেশি জাহাজটিকে। গত ৪অক…
বন্দর থেকে বেরিয়ে যাওয়ার পর ফের মাঝসমুদ্র থেকে বন্দরের ডকে ফিরিয়ে আনা হল
হলদিয়া বন্দর থেকে বেরিয়ে যাওয়ার পর ফের মাঝসমুদ্র থেকে বন্দরের ডকে ফিরিয়ে আনা হল মৃতদেহ উদ্ধার হওয়া 'কাভো আলকাইঅন' নামের সেই বিদেশি জাহাজটিকে। গত ৪অক্টোবর বুধবার ভোর ৪টে নাগাদ ওই জাহাজের ডেকের উপর থেকে শেখ হোজাইফা হোসেন(৩১) নামে এক ব্যক্তির দেহ উদ্বার হয়।
পুলিস ওই ব্যক্তিকে ভেন্ডার বা হকার হিসেবে চিহ্নিত করে। আন্তর্জাতিক বিষয় থাকায় ওই ঘটনায় পুলিস দীর্ঘক্ষণ তদন্ত করে। তদন্তের জন্য পুলিস প্রথমে জাহাজটি আটকে রাখার নির্দেশ দেয়। জানা গিয়েছে, পুলিসি তদন্তে ছাড়া পাওয়ার পর জাহাজটিকে বন্দর ছাড়ার অনুমতি দেওয়া হয়। এরপর জাহাজটি যথারীতি বন্দরের নিয়ম মেনে স্যান্ডহেডের উদ্দেশে রওনা দেয়। বন্দরের ফোর-এ বার্থে জাহাজটি কয়লা নামিয়ে সমুদ্রের উদ্দেশে চলে যায়। এরপরই ঘটে নাটকীয় ঘটনা। হঠাৎ জাহাজের ক্যাপ্টেনের কাছে বন্দরের ডকে জাহাজ ফেরানোর নির্দেশ যায়। ওই জাহাজটি এসেছিল প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র মার্শাল থেকে। এর ক্যাপ্টেন তুরস্কের। নির্দেশ পেয়ে শেষমেস আন্তর্জাতিক নিয়মের কারণের বাধ্য হয়ে প্রায় ১০০কিলোমিটার জলপথ উজিয়ে ফিরতে হয় বন্দরে।
আপাতত জাহাজটি বন্দরে আটকে রাখা হয়েছে। হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে বলেন, পুলিস তার তদন্ত শেষ করে ছাড়পত্র দিয়েছে। কিন্তু ইন্টারন্যাশনাল শিপ এন্ড পোর্ট সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী ওই জাহাজটি সিকিউরিটি-টু'তে রয়েছে। সম্ভবত ডাইরেক্টর অব শিপিংয়ের অন্তর্গত সংস্থা মার্কেনটাইল মেরিন ডিপার্টমেন্ট ওই মৃত্যু সংক্রান্ত কোনও তদন্তের জন্য জাহাজটিকে আটকে থাকতে পারে। হলদিয়া বন্দর কর্তৃপক্ষ অবশ্য এবিষয়ে মুখ খুলতে চায়নি। বন্দরের এক পদস্থ আধিকারিক জাহাজ ফিরিয়ে আনার খবর স্বীকার করেছেন। তবে কেন ফিরিয়ে আনা হয়েছে তা জানাতে চাননি। ইতিমধ্যেই বন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে একটি বিদেশি জাহাজে রাত্রিবেলা একজন বহিরাগত উঠে পড়ল তা নিয়েও মুখে কুলুপ বন্দর কর্তৃপক্ষের।
No comments