পঞ্চমীর পূর্ণ তিথিতে অম্বুজা সিটি সেন্টার মল আবাসিক পুজোর উদ্বোধন, শিল্প শহর হলদিয়া সিটি সেন্টার অম্বুজা মল প্রত্যেক বছরের মতো এই বছর আয়োজন করেছে কোভিডের সময় গত তিন বছর পুজো বন্ধ থাকলেও কোভিড কেটে যাওয়ার সাথে সাথেই শারদীয়ার …
পঞ্চমীর পূর্ণ তিথিতে অম্বুজা সিটি সেন্টার মল আবাসিক পুজোর উদ্বোধন, শিল্প শহর হলদিয়া সিটি সেন্টার অম্বুজা মল প্রত্যেক বছরের মতো এই বছর আয়োজন করেছে কোভিডের সময় গত তিন বছর পুজো বন্ধ থাকলেও কোভিড কেটে যাওয়ার সাথে সাথেই শারদীয়ার পূজা মেতে উঠেছেন অম্বুজা সিটি সেন্টার মলের আবাসিক রা।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে ফিতা কেটে মূর্তি এবং মণ্ডপের উদঘাটন করলেন পূর্ব মেদিনীপুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সৌভিক চ্যাটার্জী, উপস্থিত ছিলেন হলদিয়া এসডিপিও রাহুল পান্ডে, এবং ভবানীপুর থানার অফিস ইনচার্জ ইমরান মোল্লা,এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল ডঃ হিতেন্দ্র প্রতাপ সিং হলদিয়া রিফাইনারি চিপ জেনারেল ম্যানেজার শম্ভু চক্রবর্তী ডেপুটি জেনারেল ম্যানেজার অংশুমান চক্রবর্তী, সিটি সেন্টার মল ইনচার্জ অমৃক পান্ডে ছিলেন পার্থদেব দাস প্রমূখ।
মল ইনচার্জ বলেন প্রত্যেকদিন থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মল প্রাঙ্গণ সেজে উঠেছে রংবাহারি আলোয় সকলকে সাদর আমন্ত্রণ জানালেন।
No comments