সিঙ্গুরের জন্য টাটাদের ৭৬৬ কোটি ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে
সিঙ্গুরের নির্মীয়মাণ কারখানা একতরফাভাবে বন্ধ করে দেওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে টাটা মোটর্স। সালিশি ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে বলে সো…
সিঙ্গুরের জন্য টাটাদের ৭৬৬ কোটি ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে
সিঙ্গুরের নির্মীয়মাণ কারখানা একতরফাভাবে বন্ধ করে দেওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে টাটা মোটর্স। সালিশি ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে বলে সোমবার টাটা মোটর্সের পক্ষ থেকে জানানো হয়েছে। এক্সচেঞ্জ বোর্ডের কাছে সংস্থা জানিয়েছে সোমবারই এই টাইব্যুনালের চূড়ান্ত রায় বেরিয়েছে। এই ক্ষতিপূরণ দেবে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন কর্পোরেশন। তাদের সঙ্গেই ন্যানো গাড়ি তৈরির জন্য টাটাদের চুক্তি হয়েছিল।
ট্রাইব্যুনালের রায় অনুযায়ী ২০১৬-র সেপ্টেম্বর থেকে বার্ষিক ১১ শতাংশ হারে সুদও পারে টাটারা। যতদিন ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া না হয় ততদিন এই সুদ গণনা চলবে।
২০০৬ সালে বামফ্রন্ট সরকার থাকার সময়ে টাটাদের সঙ্গে গাড়ি কারখানা নির্মাণের সিদ্ধান্ত হয়। ২০০৭-এর মার্চে টাটাদের সিঙ্গুরের জমি দেবার চুক্তি হয়। ২০০৭ থেকে কারখানা নির্মাণ হতে থাকে। প্রায় ৮০ শতাংশ নির্মাণ হয়ে যাবার পরে সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হিংসাশ্রয়ী আন্দোলন তুঙ্গে ওঠে। ২০০৮-এর সেপ্টেম্বরে টাটারা কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে বলে জানায়। এক মাস পরে টাটারা কারখানা তৈরির কাজ বন্ধ রেখে চলে যায়। তার বদলে গুজরাটের সানন্দে এই কারখানা তৈরি করা হয়।
২০১১ সালে তৃণমূল সরকারে এসে একটি আইন করে সিঙ্গুরে অধিগৃহীত জমি ফেরত নিয়ে নেয়। সেই জমি রাজ্য সরকার নিজের দখলে নিয়ে নেয়। টাটারা এই আইনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করে। হাইকোর্ট জমি ফেরত নিয়ে নেওয়ার ওই আইনকে অসাংবিধানিক বলে রায় দেয়। টাটা মোটর্সের জমি লিজকেই বৈধতা দেয়। কিন্তু টাটাদের জমি ফেরত দেওয়া হয়নি। তার বদলে রাজ্য সরকার ২০১২-র আগস্টে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে। প্রায় চার বছর মামলা চলার পরে সুপ্রিম কোর্ট রায় দেয় জমি অধিগ্রহণ অবৈধ এবং জমি জমির মালিকদের হাতেই ফিরিয়ে দিতে হবে। রাজ্য সরকারের সঙ্গে টাটাদের চুক্তিতে একটি ধারা ছিল জমি অধিগ্রহণ অবৈধ ঘোষিত হলে এই কারখানা তৈরির জন্য টাটাদের বিনিয়োগ করা মূলধন ক্ষতিপূরণ হিসাবে ফেরত দেবে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের রায়ের সময়েও এই ক্ষতিপুরণ দেবার কথা বলা হয়েছিল। চুক্তিতে বলা ছিল, কোনও বিরোধ হলে সালিশি ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। এই ধারাতেই সালিশি ট্রাইব্যুনালে আবেদন করে। টাটারা। তিন সদস্যের ট্রাইব্যুনাল দীর্ঘ সময় আইনি মামলা চালানোর পরে সোমবার সর্বসম্মত ও চূড়ান্ত রায় দিয়েছে। বলা হয়েছে, টাটা মোটর্সকে শিল্পোন্নয়ন নিগম ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে বার্ষিক ১১ শতাংশ হারে সুদও দিতে হবে। তাছাড়া এই সালিশি চালানোর খরচ হিসাবে ১ কোটি টাকাও টাটা মোটর্সকে দিতে হবে।
No comments