দুবাইয়ে আন্তর্জাতিক অ্যাথলেটিকসে হলদিয়ার তিনজন সোনা জয়ী
আন্তর্জাতিক অ্যাথলেটিকসে ১৩ পদক পেল হলদিয়ার ডিঃঘাসিপুরের ইব্রাহিম আলি শেখ, সুনিতা প্রসাদ এবং ক্ষুদিরামনগরের সায়ন্তনী সাহা। ২৭ থেকে ২৯ অক্টোবর দুবাইয়ে ফার্স্ট ওপেন ইন্ট…
দুবাইয়ে আন্তর্জাতিক অ্যাথলেটিকসে হলদিয়ার তিনজন সোনা জয়ী
আন্তর্জাতিক অ্যাথলেটিকসে ১৩ পদক পেল হলদিয়ার ডিঃঘাসিপুরের ইব্রাহিম আলি শেখ, সুনিতা প্রসাদ এবং ক্ষুদিরামনগরের সায়ন্তনী সাহা। ২৭ থেকে ২৯ অক্টোবর দুবাইয়ে ফার্স্ট ওপেন ইন্টারন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দুবাই-২০২৩
ভেটেরান স্পোর্টস ও গেমস ন্যাশনাল ফান্ডেশনের আয়োজনে হ্যামার স্পোর্টস প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন রাশিয়া, ফ্রান্স, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আবুধাবি, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ ১৪টি দেশের আড়াই হাজার অ্যাথলিট অংশগ্রহণ করেছিলেন। ভারতের ১২টি রাজ্যের ১২৭ জন অ্যাথলিট ছিলেন। এই প্রতিযোগিতায়। এআই ওয়াসল স্পোর্টস ক্লাব এআই জিদ্দাফ দুবাই শহরে।
তার মধ্যে হলদিয়া ডিঃঘাসীপুর গ্রামে হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বাসিন্দা ইব্রাহিম আলি শেখ ডিসকাস থ্রোতে সোনা, শটপুটে সোনা, ট্রিপল জাম্পে সোনা এবং ৪০০ মিটার রিলে রেসে রূপ জয় করেছেন।
আর ২০০ মিটার দৌড়ে রুপো, ১৫০০ মিটার দৌড়ে সোনা, ৪০০ মিটার রিলে রেসে সোনা, ১০০ মিটার এবং ৪০০ মিটার দৌড়ে সোনার পদক জয় করেছেন হলদিয়ার ক্ষুদিরাম নগরে বাসিন্দা সায়ন্তনী সাহা।
অন্যদিকে সুনীতা প্রসাদ ডিসকাস থ্রোতে রুপো, তিন কিলোমিটার হেঁটে সোনা, শটপুটে সোনা এবং জ্যাভেলিন থ্রোতে সোনা জয় করেছেন।
ইব্রাহিম জানান, “আগামিদিনে আরও কঠোর অনুশীলন করব যাতে বড় সাফল্যের দিকে এগোতে পারি।” হলদিয়ার তিন কৃতি অ্যাথলিটের ১৩ টি পদকের মধ্যে ১০টি সোনা এবং ৩টি রুপো রয়েছে। তাঁদের এই সাফল্যে খুশি হলদিয়া-সহ জেলার ক্রীড়ামহল। খুশি হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ সামাদ আলী তিনি বলেন আমাদের ক্লাবের অনুষ্ঠান এবং জেলা কাবাডি এসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের জেলার তিন কীর্তি খেলোয়াড়কে সম্বর্ধনা জ্ঞাপন করব। তাদের এই সাফল্য নব নতুন প্রজন্মকে খেলাধুলায় আরো উজ্জীবিত করবে।
No comments