Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পৌর এলাকায় টি বি রোগীদের রিলিফ প্রদান এবং প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রধান অনুষ্ঠানে জেলা শাসক

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://www.haldiabandar.in/2023/10/blog-post_266.html
পৌর এলাকায় টি. বি রোগীদের রিলিফ প্রদান এবং প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে- জেলা শাসক
পূজার কয়েক দিন বাকি ,ঢাকে কাঁঠি পড়েছে রথযাত্রার খুঁটি পুজো…

  


ভিডিও দেখতে ক্লিক করুন

https://www.haldiabandar.in/2023/10/blog-post_266.html


পৌর এলাকায় টি. বি রোগীদের রিলিফ প্রদান এবং প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে- জেলা শাসক


পূজার কয়েক দিন বাকি ,ঢাকে কাঁঠি পড়েছে রথযাত্রার খুঁটি পুজো থেকে। পুজোর সময় সকালেই আনন্দে কাটুক আর সেজন্য  হলদিয়া পৌর এলাকায় টি.বি রোগীদের  রিলিফ প্রদান এবং প্রতিবন্ধীদের হাতে সরঞ্জাম তুলে দেওয়া হল। তুলে দিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

পৌর এলাকার প্রায় ৪৫ জন টিবি রোগে আক্রান্ত তাদের পৌর এলাকাগত ভাবে চাল ডাল সোয়াবিন এবং সরষের তেল প্রতি মাসে তুলে দেওয়া হয় বলে জানালেন আজকের অনুষ্ঠানে পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জী।

পুর এলাকায় বয়স্কদের ভাতা বন্ধ ছিল সেই সকল ভাতা পুজোর আগেই প্রায় ৫২ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে পৌর নাগরিক বয়স্কদের। পুজো পুজো গন্ধে  বাংলার বাঙালি যেন আনন্দ কাটতে পারে আর তার জন্যই হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও সুপ্রভাত চ্যাটার্জি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। গত ১৫ ই আগস্ট থেকে পৌর এলাকা নাগরিকদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, তার উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা শাসক  পূর্ণেন্দু মাজী। 

১৬ই অক্টোবর হলদিয়া প্রেস কর্নারে হলদিয়া পৌর এলাকায় টিবি রোগী আক্রান্ত তাদের রিলিফ ও প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল তুলে দিলেন এবং একজনের হাতে শ্রবণ যন্ত্র  তুলে দিলেন জেলাশাসক তানভীর আফজল। সূত্রের খবর পৌর এলাকায় ৪৫ জন টিবি আক্রান্ত রোগীরয়েছেন।

 উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক এসডিও সুপ্রভাত চ্যাটার্জী উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার ইও তাপস মুখোপাধ্যায় ও জুলফিকার আলী, ফিনান্স অফিসার দুলাল সরকার প্রমূখ।

No comments