Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতবর্ষের ইতিহাসে এই প্রথম মহালয়ায় সূর্যগ্রহণ

শতবর্ষের ইতিহাসে এই প্রথম মহালয়ায় সূর্যগ্রহণ
রাতকাটলে মহালয়া ১৪ই অক্টোবর ২০২৩ শনিবার সেদিন গ্রহণ লাগবে রাত ৮: ৩৪ মিনিটে এবং গ্রহণ ছাড়বে ১৫ অক্টোবর রাত ২: ২৫ মিনিটে।পঞ্জিকা অনুসারে সেদিন হল আশ্বিন মাসের অমাবস্যা তিথি এই দিনেই প…

 




শতবর্ষের ইতিহাসে এই প্রথম মহালয়ায় সূর্যগ্রহণ


রাতকাটলে মহালয়া ১৪ই অক্টোবর ২০২৩ শনিবার সেদিন গ্রহণ লাগবে রাত ৮: ৩৪ মিনিটে এবং গ্রহণ ছাড়বে ১৫ অক্টোবর রাত ২: ২৫ মিনিটে।

পঞ্জিকা অনুসারে সেদিন হল আশ্বিন মাসের অমাবস্যা তিথি এই দিনেই পালিত হবে মহালয়া, এটি হবে বলয়গ্রাহা সূর্যগ্রহণ একই কঙ্কনা কৃতি সূর্যগ্রহণ বলা হয়ে থাকে।

 অর্থাৎ সেদিন আকাশে কঙ্কন বা চুড়ির আকারে দেখতে লাগবে সূর্যকে। তবে ভারতে এই সূর্য গ্রহণ অদৃশ্য ফলে তর্পনের রীতি পালনে কোন বাধা নেই। এদিন থেকে পিতৃপক্ষের অবসানে শুরু হবে দেবীপক্ষ।

ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না সেই কারণে গ্রহণের কোনো সূতক কাল ও আমাদের দেশে কার্যকরী হবে না।

No comments