বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা ২০২৩
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের,পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আজ ২ রা অক্টোবর সোমবার হই হই করে গোটা জেলা জুড়ে উৎসবের মেজাজে অনুষ্ঠিত হল মেধা অভীক্ষা।১৯২ টি অভীক্ষা কেন্দ্রে দ্বিতীয় থেকে নবম…
বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা ২০২৩
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের,পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আজ ২ রা অক্টোবর সোমবার হই হই করে গোটা জেলা জুড়ে উৎসবের মেজাজে অনুষ্ঠিত হল মেধা অভীক্ষা।
১৯২ টি অভীক্ষা কেন্দ্রে দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় চল্লিশ হাজার পরীক্ষার্থী আজকের পরীক্ষায় অংশগ্রহণ করল।সবচেয়ে আনন্দের বিষয়,সরকারি বেসরকারি ১১৯৮টি স্কুল (প্রাথমিক মাধ্যমিক মিলিয়ে)আজকের অভীক্ষায় অংশগ্রহণ করেছে। সেই সঙ্গে প্রায় দু হাজার শিক্ষক-শিক্ষিকা,অসংখ্য বিজ্ঞান কর্মী এবং ৮০ হাজার অভিভাবকসহ লক্ষাধিক মানুষ এই অভীক্ষার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। কয়েকটি বিজ্ঞান কেন্দ্র অভিভাবকদের নিয়ে আলোচনা সভা, বুক স্টল,পোস্টার প্রদর্শনীর আয়োজন করেছে।সবাইকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে সুচিস্মিতা মিশ্র অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
No comments