Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 19, 2025

Weather Location

Breaking News:

আন্তর্জাতিক মাস্টার্স মিটে অংশ নিচ্ছেন ভারতীয় ক্লাবের খেলোয়াড়রা

আন্তর্জাতিক মাস্টার্স মিটে অংশ নিচ্ছেন  ভারতীয় ভেটেরান স্পোর্টস অ্যান্ড গেমস ন্যাশনাল ফাউন্ডেশন খেলোয়াড়রা
 দুবাইয়ে আন্তর্জাতিক মাস্টার্স মিটে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের ভারত থেকে যাত্রা শুরু করল প্রায় ২০০ জন প্রতিযোগী। ২৮,২৯,…

 




আন্তর্জাতিক মাস্টার্স মিটে অংশ নিচ্ছেন  ভারতীয় ভেটেরান স্পোর্টস অ্যান্ড গেমস ন্যাশনাল ফাউন্ডেশন খেলোয়াড়রা


 দুবাইয়ে আন্তর্জাতিক মাস্টার্স মিটে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের ভারত থেকে যাত্রা শুরু করল প্রায় ২০০ জন প্রতিযোগী। ২৮,২৯,৩০ ধরে চলবে বিভিন্ন প্রতিযোগিতা। ভারতের পশ্চিমবঙ্গ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে তিনজন প্রতিযোগী দুবাই উদ্দেশ্যে রওনা দিলেন জানাজায় তিনজনই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তবে এর আগে মাস্টার মেটে অংশ নিয়েছিলেন এই তিনজন সেখানেও সফল হয়ে ফিরেছিলেন তাদের এই যাত্রা শুভ হোক বলে জানালাম খেলোয়াড় ক্রীড়া প্রেমিক আজগর তিনি বলেন ভারতের মুখ উজ্জ্বল করবে এরা।

ইব্রাহিম আলী শেখ - 100 মিটার, শট পুট, ডিসকাস, ট্রিপল জাম্প সুনিতা প্রসাদ- 5 কিমি হাঁটা দৌড়, শট পুট, ডায়াস, জ্যাভলিন। সায়ন্তনী সাহা- 100 মি, 200 মি, 400 মি, 1500 মি  দৌড়ে অংশগ্রহণ করবেন।

No comments