এগরা কলেজে নাটক ও নাট্যচর্চা বিভাগের ফটো গ্যালারীর উদ্ধোধনএগরা কলেজে ফটো গ্যালারীর উদ্ধোধন হলো শুক্রবার। এগরা সারদা শশিভূষণ কলেজের নাটক ও নাট্যচর্চা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় এই ফটো গ্যালারী তৈরি করা হল। ফিতে কেট…
এগরা কলেজে নাটক ও নাট্যচর্চা বিভাগের ফটো গ্যালারীর উদ্ধোধন
এগরা কলেজে ফটো গ্যালারীর উদ্ধোধন হলো শুক্রবার। এগরা সারদা শশিভূষণ কলেজের নাটক ও নাট্যচর্চা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় এই ফটো গ্যালারী তৈরি করা হল। ফিতে কেটে ফটো গ্যালারীর শুভ সূচনা করেন এগরার বিধায়ক তরুণ মাইতি। এছাড়াও ছিলেন কলেজের অধ্যক্ষ ড. দীপক কুমার তামিলী। এই ফটাে গ্যালারীতে বিভিন্ন সময়ে বিভাগের অনুষ্ঠিত শিক্ষার্থীদের সৃষ্টিশীল কর্ম, ভ্রমণ, খেলাধুলা, অনুষ্ঠান ও পুরস্কার প্রাপ্তির ছবি তুলে ধরা হয়। বিভাগের শিক্ষার্থীদের প্রচেষ্টায় এবং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ড. মলয় বারিকের সমন্বয়ে ফটাে গ্যালারীর কাজ সমাপ্ত করা হয়। নাটক ও নাট্যচর্চা বিভাগের এমন কর্ম প্রশংসা কুড়িয়েছে চারিদিক থেকে।
No comments