Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খেজুরী-১ ব্লকে ANM কর্তৃক আশাকর্মী নিগৃহীত হওয়ার প্রতিবাদে বি এম ও এইচ অফিসে আশাকর্মীদের বিক্ষোভ

খেজুরী-১ ব্লকে ANM কর্তৃক আশাকর্মী নিগৃহীত হওয়ার প্রতিবাদে বি এম ও এইচ অফিসে আশাকর্মীদের বিক্ষোভ  
 নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীন খেজুরি-১ ব্লকের অন্তর্গত বিক্রামনগর সাব সেন্টারের আশাকর্মী মন্দিরা ভূঁঞ্যা গত বুধবার ২০ শে সেপ্টেম…

 



খেজুরী-১ ব্লকে ANM কর্তৃক আশাকর্মী নিগৃহীত হওয়ার প্রতিবাদে বি এম ও এইচ অফিসে আশাকর্মীদের বিক্ষোভ  


 নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীন খেজুরি-১ ব্লকের অন্তর্গত বিক্রামনগর সাব সেন্টারের আশাকর্মী মন্দিরা ভূঁঞ্যা গত বুধবার ২০ শে সেপ্টেম্বর নিজের সেন্টারে 1st ANM শোভা ভূঁঞ্যার দ্বারা আক্রান্ত হন। ঐদিন সেন্টারের শুরুতে আলো জ্বালানোকে কেন্দ্র করে শোভা ভূঁঞ্যা হঠাৎ করেই রেগে গিয়ে আশাকর্মী মন্দিরা ভূঁঞ্যাকে কিলচর মারতে থাকেন। অন্যান্য আশাকর্মী আটকানোর চেষ্টা করলেও উনি না শুনে ওই আশাকর্মীর উপর ঝাঁপিয়ে পড়েন। এমনকি হাত পাখা দিয়েও মারধর করেন। ঐ আশা কর্মী ক্যান্সারে আক্রান্ত। ওই আশাকর্মীর ক্যান্সারে আক্রান্ত জায়গার উপরও মারধর করেন। এই ঘটনায় ব্লকের প্রতিটি আশাকর্মী মর্মাহত। রাজ্যের সর্বত্র কর্মক্ষেত্রে আশাকর্মীরা হয়রানির শিকার হচ্ছেন। ঐ 1st ANM কর্মীর দ্বারা উক্ত ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ কামারদা BPHC তে ব্লকের সমস্ত আশাকর্মী জমায়েত হন। 1st  ANM শোভা ভূঁঞ্যার শাস্তির দাবিতে BMOH এর কাছে  বিক্ষোভ ডেপুটেশনের জন্য। প্রথমে BMOH ডেপুটেশন নিতে অস্বীকার করেন। এই ঘটনার প্রতিবাদে আশাকর্মীরা প্রায় ২ ঘন্টা BMOH অফিস ঘেরাও করে রাখেন। তারপর ডেপুটেশন নিতে বাধ্য হন। BMOH বলেন ,CMOH এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। ঐ তদন্ত কমিটি আগামী মঙ্গলবার হেড়িয়া PHCতে যাবেন। আজকের কর্মসূচিতে নেতৃত্বে দেন পশ্চিম বঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষে কৃষ্ণা প্রধান, শ্রাবন্তী মন্ডল, সুদেষ্ণা মাইতি, সুজাতা মাইতি, উজ্জ্বলা মাইতি প্রমুখ।

No comments