Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! পুকুরের জলে ডুবে দুই শিশুর মৃত্যু হল

পুকুরের জলে ডুবে দুই শিশুর মৃত্যু হল  । হলদিয়া ব্লকের ঈশ্বরদহ-জালপাই গ্রামের ঘটনা । মৃত শান্তনু দাস (৮) এবং ক্ষীরচন্দ্র রাণা (৮) এই গ্রামেরই পাশাপাশি দুটি পরিবারের দুই শিশু  । স্থানীয় ঈশ্বরদহ-জলপাই হরিজন বোর্ড প্রাথমিক বিদ্যাল…

 


 পুকুরের জলে ডুবে দুই শিশুর মৃত্যু হল  । হলদিয়া ব্লকের ঈশ্বরদহ-জালপাই গ্রামের ঘটনা । মৃত শান্তনু দাস (৮) এবং ক্ষীরচন্দ্র রাণা (৮) এই গ্রামেরই পাশাপাশি দুটি পরিবারের দুই শিশু  । স্থানীয় ঈশ্বরদহ-জলপাই হরিজন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে দুজনে পড়াশোনা করত ।

প্রতিদিনের অভ্যাস মতো বুধবার সকালেও তারা স্কুলে গিয়েছিল  । কিন্তু এদিন স্কুলের একটি অংশে নির্মাণ কাজ চলেছিল বলে তাড়াতাড়ি ছুটি হয়ে যায় । দশটা নাগাদ বাড়ি ফেরে দুজনে । ব্যাগটি বাড়িতে রেখেই দুজনে খেলতে বের হয়  । ভিন রাজ্যে কাজ করতে থাকেন দুই শিশুর বাবা । বাড়িতে মা ,কাকিমা,জেঠিমা ,দাদা, দিদি থাকলেও তারা যে যার কাজে ব্যস্ত ছিলেন । বেশ কিছু সময় না দেখতে পেয়ে তাদের খোঁজ শুরু হয় । তাতে কোথাও তাদের অফিস পাওয়া যাচ্ছিল না । শেষমেষ পাড়ার এক পুকুর নেবে খোঁজ শুরু হয়  । পুকুরের জলে ডুবে থাকা পরপর দুটি নিথর দেহ তোলা হয় । ঘটনায় দুই পরিবারের পাশাপাশি পাড়া জুড়ে কান্নার রোল উঠেছে । এলাকায় শোকের ছায়া । শান্তনুর দিদি সুমনা দাস জানান,"ওরা যেখানেই যায় একসঙ্গে যায়  । একসঙ্গেই খেলাধুলা, আড্ডা সবকিছুই করে  । সম্ভবত খেলতে গিয়ে একজন পুকুরে পড়ে যায় । তাকে তুলতে গিয়ে বাকিজন পুকুরে নামে । কিন্তু কেউ সাঁতার জানত না । দুজনের জলে ডুবে মৃত্যু হয়েছে ।" তবে দুই শিশুর ভেতরে উদ্ধার হলেও দিনভর বুধবার রাত পর্যন্ত তাদের বাড়িতেই রেখে যাওয়া হয় । মৃত শান্তনুর বাবা সুভাষ চন্দ্র দাস  । ভিন রাজ্যের কাজ ছেড়ে বুধবার রাতেই বাড়ি ফিরবেন । ক্ষীরচন্দ্রের বাবা  পূর্ণ চন্দ্র রাণা তিনিও খবর পেয়ে দিন রাজ্যের কাজ ছেড়ে বাড়ি ফিরছেন বৃহস্পতিবার । তাদের শেষ দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মৃত শান্তনুর দিদি সুমনা দাস জানিয়েছেন । খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে ভবানীপুর থানার পুলিশ  ।  থানার ওসি ইমরান মোল্লা জানিয়েছেন,"কিভাবে শিশু মৃত্যুর এমন ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত চলবে । ঘটনার  সবকিছু খতিয়ে দেখা হচ্ছে ।"আপাতত রাত পর্যন্ত দুই শিশুর মৃতদেহ আগলে রয়েছেন পরিবার পরিজন ।

No comments