প্রয়াত হলেন সদ্য পঞ্চায়েতের জয়ী- হারাধন
প্রয়াতও হয়েছেন গ্রাম পঞ্চায়েতে জয়ী প্রার্থী ।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাড় উত্তর হিংলি গ্রাম পঞ্চায়েত সদ্য গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়ী সদস্য হারাধন …
প্রয়াত হলেন সদ্য পঞ্চায়েতের জয়ী- হারাধন
প্রয়াতও হয়েছেন গ্রাম পঞ্চায়েতে জয়ী প্রার্থী ।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাড় উত্তর হিংলি গ্রাম পঞ্চায়েত সদ্য গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়ী সদস্য হারাধন মাইতি বয়স ৫২ গতকাল ৫ সেপ্টেম্বর স্ট্রোক হয়ে পরলোক গমন করেছেন।
বার উত্তর হিংলী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১১৯ নম্বর বুথে জয়ী পঞ্চায়েত সদস্য তিনি এবারে ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে জয়লাভ হয়েছিলেন সদ্য এই গ্রাম পঞ্চায়েত সদস্য পরলোক গমন করায় এলাকায় মানুষের শোকের ছায়া নেমে এসেছে।
No comments