আইনজীবীদের জন্মদিন পালন হল বার অ্যাসোসিয়েশনে। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া। হলদিয়া মহকুমার আদালতে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নবনির্বাচিত বোর্ড বার অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্মদিন পালনের সিদ্ধান্ত …
আইনজীবীদের জন্মদিন পালন হল বার অ্যাসোসিয়েশনে। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া। হলদিয়া মহকুমার আদালতে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নবনির্বাচিত বোর্ড বার অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্মদিন পালনের সিদ্ধান্ত নিলেন।
হলদিয়া মহকুমার আদালতে আজ ২১ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার আইনজীবীদের জন্মদিন পালন হলো কেক কেটে। দুজন আইনজীবী জন্মদিন পালিত হল বিপ্লব জানা এবং সন্দীপ জানা , নবাগত দুইবার অ্যাসোসিয়েশনের যুগ্ম সহ-সম্পাদক জন্মদিনে সকল আইনজীবীরা আজ খুশি। বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল মাঝি বলেন মাসে যাদের জন্মদিন পড়বে মাসের শেষ সপ্তাহে একদিন তাদের জন্মদিন পালন করা হবে। এই ঘোষণাতে খুশি বারের অন্যান্য সদস্যবৃন্দ।
No comments