চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩ এর লন্ডার বিক্রম। এবার ভারতের নজরে সূর্যবিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে মাটি ছুঁয়েছে ভারত। গত ২৩ শে আগস্ট চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩ এর লন্ডার বিক্রম। …
চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩ এর লন্ডার বিক্রম। এবার ভারতের নজরে সূর্য
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে মাটি ছুঁয়েছে ভারত। গত ২৩ শে আগস্ট চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩ এর লন্ডার বিক্রম। এবার ভারতের নজরে সূর্য।
আজ সকাল ১১:৫০ নাগাদ সূর্য অভিমুখে যাত্রা শুরু করবে ইসরোর কৃত্রিম উপগ্রহ। অন্ধপ্রদেশের শ্রী হরি কোটা থেকে পি এস এল ভি সি ৫৭ রকেটের মাধ্যমে রওনা দেবে এই উপগ্রহ। সূর্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করার লক্ষ্যই এই বিশেষ অভিযান। বহু প্রতীক্ষিত এই অভিযানের আগে সুল্লুর পেটার শ্রী চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে পুজো দিলেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ।
তিনি বলেন অভিযান সংক্রান্ত শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। রকেট আর উপগ্রহ তৈরি অভিযানের আগে প্রয়োজনীয় পরীক্ষাও হয়ে গিয়েছে। মিশ্র জানিয়েছে সূর্যের কর্মকাণ্ড এবং মহাকাশের আবহাওয়ার উপর তার প্রভাব বিশ্লেষণ করে দেখবে আদিত্য এল ১ তবে সরাসরি সূর্যের কাছে নয়। এই মহাকাশযানকে একটি কৌশলগত কক্ষপথে পাঠানো হবে। নাম ল্যাগরেজ্ঞ পয়েন্ট এল ১ । পৃথিবী থেকে যার দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার। সেখানে পৌছতে সময় লাগবে, ১২৫ দিন জানা গিয়েছে। এল ১ পয়েন্ট এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে অবস্থান করবে এই উপগ্রহ। এর জেরে সেটির উপর কোন রকম গ্রহণ বা মহা জাগতিক ঘটনার প্রভাব পড়বে না। সব সময় সূর্যের উপর নজর রাখতে পারবে আদিত্য এল ১ । গবেষণাধর্মী এই কৃত্রিম উপগ্রহের থাকবে সাতটি পেলোড। যার মধ্যে অন্যতম ডিসি বল এমিশন লাইন করোনা গ্রাফ ভিইএলসি। জানা গিয়েছে উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে পোছতেই দিনে সূর্য সংক্রান্ত ১ হাজার ৪৪০ টি ছবি পাঠাবে এই বিশাল পেলোড। ইসরোর সঙ্গে যৌথ উদ্যোগে এই পেলট তৈরি করেছেন ইন্ডিয়া ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রফিজিক্স (আইআইএ)।
বিশালাকার এই পেলোডে থাকছে একটি বিশেষ সফ্টওয়্যার।
সূত্রের খবর ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই ছবি পাঠাতে শুরু করবে ( ভিইএলসি)। এই বিষয়ে অধ্যাপক জগদেব সিং বলেন সব ঠিকঠাক থাকলে জানুয়ারির মাঝামাঝি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে যাবে এই উপগ্রহ। প্রথমে অন্যান্য ছোট যন্ত্রাংশ গুলিকে খতিয়ে দেখতে হবে। ফেব্রুয়ারির শেষে খোলা হবে ভিইএলসির শাটার। ওই শেষের দিকে মিলবে তথ্য। এদিকে রাশিয়ার চন্দ্রযান লুনা ২৫ যেখানে আছড়ে পড়েছিল সেই স্থানের ছবি প্রকাশ করছে নাসা। নাসার দাবি ওই ঘটনায় চন্দ্রপৃষ্ঠে ১০ মিটার গভীর একটি গর্ত তৈরি হয়েছে। ইতিমধ্যে এই সংক্রান্ত একাধিক ছবি প্রকাশ্যে এনেছেন নাসার মহাকাশযান। এক বিবৃতিতে তারা জানিয়েছে নতুন গর্তটির ব্যাস ১০ মিটার। লুনা ২৫ এর সংঘর্ষ স্থলে কাছে সেটি তৈরি হয়েছে এর থেকেই বোঝা যাচ্ছে যে প্রাকৃতিক কারণেই নয় ওই মহাকাশযানের জেরেই তৈরি হয়েছে গর্তটি।
No comments