Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্ব বাংলা লোগো দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা

বিশ্ব বাংলা লোগো দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণারাজ্য সরকারের গ্রুপ ডিতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা  লক্ষ লক্ষ টাকা প্রতারণা শিকার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার চন্ডিপুর গ্রামের সঞ্জীব মাইতি। ২০১৮ সালে ফেসবুকে কলকাতার দ…

 



বিশ্ব বাংলা লোগো দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা

রাজ্য সরকারের গ্রুপ ডিতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা  লক্ষ লক্ষ টাকা প্রতারণা শিকার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার চন্ডিপুর গ্রামের সঞ্জীব মাইতি। ২০১৮ সালে ফেসবুকে কলকাতার দমদমের বাসিন্দা সঞ্জয় পন্ডার সঙ্গে যোগাযোগ হয় সঞ্জীবের। সঞ্জয় এর সঙ্গে দমদমে দেখা করে সঞ্জীব। ফিরাদ হাকিম ও অভিষেকের সঙ্গে সঞ্জয়ের ভালো সম্পর্ক তাই সরকারি গ্রুপ ডিতে চাকরি হয়ে যাবে। সেই কথা মত সঞ্জীব মাইতি কিছু লোক ঠিক করে পাশাপাশি নিজেও টাকা দেয় চাকরির জন্য। তাদের যে ফর্ম ফিলাপ করতে দেওয়া হয়েছে তাতে বিশ্ববাংলার লোগো রয়েছে। সঞ্জীব বলে বিশ্ববাংলা যেহেতু  রাজ্য সরকারের লোগো তাই সবাই বিশ্বাস করেছি। সঞ্জীবকে সঞ্জয়  ফ্লাটে ডেকে ফর্ম দেয় এবং নগদ এক লক্ষ টাকা করে নেয়। মোট দশজনের ফরম ফিলাপের পর আরো এক লক্ষ টাকা করে। মোট ২১ লক্ষ টাকা দেয় সঞ্জীব। বিভিন্ন সরকারি অফিসে এবং বিকাশ  ভবনে নিয়ে গিয়ে ইন্টারভিউ হয় কখনো সিড়ির তলায় কখনো সিঁড়ির ওপরে টেবিল রেখেই ইন্টারভিউ চলত। নানা অজুহাতেই কেটে যায় কয়েকটা বছর। সমস্ত বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানায় সঞ্জীব। এখনো পর্যন্ত কোনো সুরাহ হয়নি তাই মহিষাদল থানায় আজ এসে ওই সঞ্জয় পন্ডার নামে এফআইআর করে সঞ্জীব মাইতি

No comments