মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে মৃত এক, নিখোঁজ দুই, উদ্ধার দুই
মন্দারমনিতে সমুদ্র স্নানে নেমে সমুদ্রের ঢেউয়ে তলিয়ে এক পর্যটকের মৃত্যু।মৃতের নাম নভেদ আকতার( ৪০), বাড়ি কলকাতার ধর্মতলা এলাকায়।উদ্ধার হয়েছে দুজন।আরো দুই পর্যটক নিখোঁজ পুল…
মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে মৃত এক, নিখোঁজ দুই, উদ্ধার দুই
মন্দারমনিতে সমুদ্র স্নানে নেমে সমুদ্রের ঢেউয়ে তলিয়ে এক পর্যটকের মৃত্যু।মৃতের নাম নভেদ আকতার( ৪০), বাড়ি কলকাতার ধর্মতলা এলাকায়।উদ্ধার হয়েছে দুজন।আরো দুই পর্যটক নিখোঁজ পুলিশ তল্লাশি চালাচ্ছে। কলকাতা থেকে আজ পাঁচজনের দল মন্দারমনিতে বেড়াতে এসেছিল। দুপুরে স্নানে নেমেই বিপত্তি। কৌশিকী অমাবস্যার টানে আজও সমুদ্র উত্তাল। সেই উত্তাল সমুদ্র স্নানে নেমে বিপত্তি। মৃতদেহ উদ্ধার করে রামনগরের বড়রাংকুয়া হাসপাতালে আনা হয়েছে।
No comments