হলদিয়া মহকুমার আদালতে আইনজীবীদের নির্বাচনে জয়ী তৃণমূল সেল? না জয়ী হয়েছে রামবাম জোট? দাবি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতিবিজ্ঞাপন
পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া মহকুমার আদালতে নির্বাচন হয় নির্বাচনের মোট ভোটার ছিল 309 ভোট চান…
হলদিয়া মহকুমার আদালতে আইনজীবীদের নির্বাচনে জয়ী তৃণমূল সেল? না জয়ী হয়েছে রামবাম জোট? দাবি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি
বিজ্ঞাপন
পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া মহকুমার আদালতে নির্বাচন হয় নির্বাচনের মোট ভোটার ছিল 309 ভোট চান করেছিলেন ২৯৯
হলদিয়া অ্যাডভোকেটস্ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী হলো তৃণমূল কংগ্রেস প্যানেল? ঐ অ্যাডভোকেট প্যানেল তথা হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর বিমল কুমার মাজি প্যানেল । শুক্রবার ২৫ শে আগস্ট ছিল এই নির্বাচন । মোট ভোটার ছিলেন ৩০৩ জন । ভোট পড়েছে ২৯২ টি ।
১১ আসন বিশিষ্ট এই ভোট যুদ্ধে মোট প্রার্থী ছিলেন ২৬ জন । সেখানে অ্যাডভোকেট স্বপন অধিকারী প্যানেলের সঙ্গে অ্যাডভোকেট বিমল কুমার মাজি প্যানেলের লড়াই হয় । গণনায় দেখা যায় বিমল কুমার মাজি প্যানেল ১০টি আসনেই জয়ী হয়েছে । আর এই জয়ের সুবাদে তারা আগামী তিন বছর হলদিয়া অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন পরিচালনার দায়িত্ব পেলেন ।
নতুন পরিচালন বোর্ডের সভাপতি হয়েছেন পৃথ্বীশ দে, সহ-সভাপতি অভিজিৎ চক্রবর্তী । সম্পাদক হয়েছেন বিমল কুমার মাজি । সহ-সম্পাদক বিপ্লব জানা এবং সন্দীপ জানা । কোষাধ্যক্ষ তুষার সামন্ত, হিসাবরক্ষক দীপক জানা । বার অ্যাসোসিয়েশনের গ্রন্থাগারিক হলেন চিত্তরঞ্জন বেরা এবং সহ গ্রন্থাগারিক হলেন আইভি প্রধান ।
বিমলবাবু জানিয়েছিলেন, " আইনজীবীদের স্বার্থ সুরক্ষাই আমাদের প্রধান কাজ । সেই লক্ষ্যে আমাদের পরিকল্পনার রূপায়ণ হবে । পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বাড়াতে আর বেশ কিছু পরিকল্পনা করেছি । স্কুল, কলেজ পড়ুয়াদের মধ্যেও আইনি সচেতনতার পাঠদানে আমরা গুরুত্ব দিয়েছি । " সামাজিক শান্তি-শৃঙ্খলা এবং সুস্থিতি বজায় রাখার ক্ষেত্রে এই বার অ্যাসোসিয়েশন আগামী দিনে কাজ করবে বলে জানা গিয়েছে । বিদায়ী বার অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন অধিকারী বলেন তৃণমূল সেলের প্যানেলের জয় লাভ করেনি হলদিয়া মহকুমার বার অ্যাসোসিয়েশন জয়লাভ করেছে রাম বাম জোট। এবারে যারা জয়ী হয়েছেন বেশিরভাগ বিজেপি এবং সিপিএম সদস্য রয়েছেন কয়েকজন তৃণমূল।
গত পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানে বিভিন্ন জায়গায় সিপিআইএম কংগ্রেস বিজেপিকে জোট করে পরাজিত করেছেন তৃণমূল কংগ্রেসকে ঠিক একই পদ্ধতিতে হলদিয়া বার অ্যাসোসিয়েশন দখল করেছে রাম বাম জোট।
No comments