রাজ্য সড়কের ধার থেকে দলিয় পার্টি অফিস উচ্ছেদ করল প্রশাসনপূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত ভাগ্য মন্তপুরে রাজ্য সড়কের ধারে অবৈধ শাসকদলের পার্টি ছিল। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে উচ্চ আদালতে নির্দেশেই জবর দ…
রাজ্য সড়কের ধার থেকে দলিয় পার্টি অফিস উচ্ছেদ করল প্রশাসন
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত ভাগ্য মন্তপুরে রাজ্য সড়কের ধারে অবৈধ শাসকদলের পার্টি ছিল। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে উচ্চ আদালতে নির্দেশেই জবর দখল করা শাসক দলের পাটি অফিস ভেঙে দিল প্রশাসন। তৃণমূলের এক কর্মী বলেন বিজেপির অভিযোগে এই দলীয় পার্টি অফিস ভেঙেছে।
বিজেপির শ্রমিক সংগঠনের রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজেপি বলেন প্রশাসন প্রশাসনের কাজ করেছে। রাস্তার ফুটপাত দখল করে অফিস দোকানদার বিভিন্ন সময় বসে যায় আর তার ফলেই বড় দুর্ঘটনা ঘটে সে কারণে এলাকার মানুষ অভিযোগ করেছিলেন এখানে কোন রাজনৈতিক দলের কোন ইঙ্গিত দেখা যায় না। সেফ ড্রাইভ সেভ লাইফ রাজ্য সরকার প্রচার করছেন। রাস্তার ধার থেকে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছে তাদের উচ্ছেদ করার কর্মসূচি চলেছে বহুদিন আগে থেকেই ।সেখানে দলীয় অফিস কার সেদিকে বিচার না করেই পুলিশের কাজ পুলিশ করেছে। সেজন্য উচ্চ আদালত ও পুলিশকে ধন্যবাদ জানাই।
No comments