Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! বন্দরের ইতিহাসে সর্ববৃহৎ জাহাজ এলো হলদিয়াতে

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/5Z9lHL_aH3wবন্দরের ইতিহাসে সর্ববৃহৎ জাহাজ এলো হলদিয়াতেএই প্রথম ন্যাপথ্যা নিয়ে বৃহৎ জাহাজ "এমটি ক্লিয়ারওশান আজাক্স"পৌঁছলো হলদিয়া বন্দরে । লিবিয়ার মনরোভিয়ার জাহাজ। সৌদি আরবের ক…

 



ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/5Z9lHL_aH3w

বন্দরের ইতিহাসে সর্ববৃহৎ জাহাজ এলো হলদিয়াতে

এই প্রথম ন্যাপথ্যা নিয়ে বৃহৎ জাহাজ "এমটি ক্লিয়ারওশান আজাক্স"পৌঁছলো হলদিয়া বন্দরে । লিবিয়ার মনরোভিয়ার জাহাজ। সৌদি আরবের কুয়েত থেকে হলদিয়াপেট্রোকেমিক্যালসের জন্য ৪৮ হাজার ১১১ মেট্রিক টন ন্যাপথা নিয়ে হলদিয়া বন্দরের থার্ড অয়েল জেটিতে ঠেকেছে ।

 যা হলদিয়া বন্দরের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা । কুয়েত থেকে ২২ জন নাবিক সমেত মোট ৮২ হাজার ২৭১ মেট্রিক টন ন্যাপথা নিয়ে জাহাজটি রওনা দেয় । হলদিয়া অভিমুখে আসার আগে বিশাখাপত্তনম বন্দরে ৩৪ হাজার ১৬০ মেট্রিক টন ন্যাপথ্যা খালি করেছে । তারপর সেখান থেকে হলদিয়ার উদ্দেশ্যে রওনা দেয়  । কয়েকদিন সমুদ্র পাড়ি দিয়ে স্যান্ডহেড থেকে ১২৫ কিলোমিটার উত্তরে হলদিয়া বন্দরে বৃহস্পতিবার ১৫ ই সেপ্টেম্বর এসে ঠেকেছে । এর আগে ২০১৭ সালে সে "স্যামার সনেট" নামে একটি জাহাজ ৪৪ হাজার ৮৮ মেট্রিক টন ন্যাপথ্যা নিয়ে হাজির হয়েছিল  । তবে  বৃহস্পতিবার ৪৮ হাজার ১১১ মেট্রিক টন ন্যাপথা নিয়ে এমটি ক্লিয়ারওশান আজাক্সের হলদিয়া বন্দরে হাজির হওয়ার ঘটনা তাকে ছাড়িয়ে নতুন রেকর্ড তৈরি করল । নদীবন্দরে এমন ঘটনায় বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রামন সহ আধিকারিক সকলেই সন্তোষ প্রকাশ করেছেন ‌। সেজন্য চেয়ারম্যান অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট সকলকে  । 

এই বড় জাহাজ আশাতে বি এম সি রাজ্য সহ-সভাপতি এবং বন্দরের সাধারণ সম্পাদক প্রদীপ বিজলী বলেন যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৎপরতায় হলদিয়া বন্দরের সঙ্গে ভারতবর্ষের মেজর বন্দরকে একসঙ্গে নিয়ে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন তার ফলশ্রুত হিসেবেই সর্ববৃহৎ জাহাজ হলদিয়া বন্দরে এলো, তাই বন্দরের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে হলদিয়া বাসির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

No comments