সদ্য প্রয়াত গল্পকার জগদীশ মুখোপাধ্যায় স্মরণে ৷
দীর্ঘদেহী সুপুরুষ সদা হাস্যময়প্রিয় মানুষটি আজ আমাদের ছেড়েচলে গেলেন না ফেরার দেশে।
একদম ভাবতে পারিনি যে সাত্যি তিনি চলে গেছেন।হেঁটে আসছিলাম পথেঅনুজ কবি মধুর ফোনে আত্মজন বিয়োগের খবরটা …
সদ্য প্রয়াত গল্পকার জগদীশ মুখোপাধ্যায় স্মরণে ৷
দীর্ঘদেহী সুপুরুষ সদা হাস্যময়
প্রিয় মানুষটি আজ আমাদের ছেড়ে
চলে গেলেন না ফেরার দেশে।
একদম ভাবতে পারিনি যে সাত্যি তিনি চলে গেছেন।
হেঁটে আসছিলাম পথে
অনুজ কবি মধুর ফোনে আত্মজন বিয়োগের খবরটা সুনামীর মতো তছনছ করেদিল এবুকটা।
প্রিয় মানুষটি আর কোনদিন বলবে না
ওখানে সাহিত্য সভায় যাবে নাকি?
আজ বড় মনে পড়ে
অনেক বার বলেছেন আমাকে, সত্যেন তোকে বড্ড ভালবাসি ৷
আমি বলতাম দাদা, আপনাকে ও আমি গভীরভাবে শ্রদ্ধা করি৷
মাঝো মাঝে বায়না ধরতাম, আমার কবিতা একটা পড়ে শোনাও না দাদা ৷
উনার কন্ঠে আমার কবিতা শুনে আমার লেখা বলে আমার বিশ্বাস হতোনা ৷
সেই শ্রদ্ধা ভালবাসা সম্পর্কের মানুষটি আজ নেই।
কিছু বলার নেই - শুধু বিষণ্ন চিত্তে একবার বলি
তুমি পরলোকে যেন শান্তিতে থাক।
আর দূর থেকে তোমাকে জানাই অজস্র প্রনাম ৷
No comments