Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের রদ বদল

পূর্ব মেদিনীপুরে ৫টি থানায় ওসি বদল পূর্ব মেদিনীপুর জেলার চারটি থানার ওসি ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেলেন। যেকারণে বেশ কয়েকটি থানায় ওসি পদে রদবদল ঘটানো হল। কোলাঘাট থানার ওসি মহম্মদ মাহিউল ইসলাম, নন্দকুমার থানার ওসি মনোজ ঝা, সু…

 



পূর্ব মেদিনীপুরে ৫টি থানায় ওসি বদল

 পূর্ব মেদিনীপুর জেলার চারটি থানার ওসি ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেলেন। যেকারণে বেশ কয়েকটি থানায় ওসি পদে রদবদল ঘটানো হল। কোলাঘাট থানার ওসি মহম্মদ মাহিউল ইসলাম, নন্দকুমার থানার ওসি মনোজ ঝা, সুতাহাটা থানার ওসি বিনয় মান্না ও দুর্গাচক থানার ওসি সঞ্জয় মাইতি ইন্সপেক্টর হিসেবে প্রমোশন পেয়ে বদলি হয়েছেন।

 হলদিয়া থানার এসআই সঞ্জীব দত্ত দুর্গাচক থানার ওসি হলেন। নয়াচর কোস্টাল থানার ওসি অভিজিৎ পাত্রকে সুতাহাটা থানার ওসি করা হয়েছে। রামনগর থানার ওসি সৌরভ চিন্নাকে নন্দকুমার থানার ওসি হিসেবে বদলি করেছেন পুলিস সুপার। তমলুক থানার অফিসার উজ্জ্বলকুমার নস্কর রামনগরের ওসি হলেন। কোলাঘাট থানার সেকেন্ড অফিসার অনুষ্কা মাইতি ওই থানার ওসি হয়েছেন।


No comments