বস্তিবাসীদের পাশে দাঁড়িয়ে সিপিআইএম এর আন্দোলনের জেরে হলদিয়ায় আপাতত বস্তি উচ্ছেদ স্থগিত রাখল বন্দর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন হলদিয়া টাউনশিপের ১৭ মোড় থেকে দত্তেরচক পর্যন্ত রাস্তার দুদিকে বস্তি উচ্ছেদ করবে বলে প্রচার করেছিল …
বস্তিবাসীদের পাশে দাঁড়িয়ে সিপিআইএম এর আন্দোলনের জেরে হলদিয়ায় আপাতত বস্তি উচ্ছেদ স্থগিত রাখল বন্দর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন
হলদিয়া টাউনশিপের ১৭ মোড় থেকে দত্তেরচক পর্যন্ত রাস্তার দুদিকে বস্তি উচ্ছেদ করবে বলে প্রচার করেছিল বন্দর কর্তৃপক্ষ । সকাল থেকে বস্তিবাসীর মানুষজনসহ এলাকার মানব দরদী সাধারণ জনগনও জড়ো হন।পুনর্বাসন ছাড়া কোনমতেই বস্তি উচ্ছেদ করা যাবে না এবং এই বর্ষা ও পুজোর মধ্যে কিছুতেই বস্তিবাসীদের তুলে দেওয়া যাবে না এই শ্লোগান এবং বক্তব্য চলতে থাকে।
বাধ্য হয়ে পুজোর মধ্যে বস্তি উচ্ছেদ করবে না এ কথা জানিয়ে দেন বন্দর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন ।এর পাশাপাশি আগামী দিনে কোন ভাবেই পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া বস্তি উচ্ছেদ করা যাবে না এই কথা ঘোষণা করা হয় এবং এই দাবিকে সামনে রেখে আগামী দিনে আরো বৃহত্তর লড়াই , সংগ্রাম, আন্দোলন সংগঠিত হবে সেই কথা বলা হয়।
পূর্ব মেদিনীপুর জেলা বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে সকল বস্তিবাসীসহ সাধারণ নাগরিকদের আন্দোলন সফল হওয়ার জন্য অভিনন্দন জানানো হয় । সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক অচিন্ত্য শাসমল মহিলা নেত্রী রিনা পাহাড়ি প্রমূখ।
No comments