Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফৌজদারী থেকে ট্রাফিক আইন একদিনে আদালতে উঠল কুড়ি হাজারেরও বেশি মামলা

ফৌজদারী থেকে ট্রাফিক আইন একদিনে আদালতে উঠল কুড়ি হাজারেরও বেশি মামলা।ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/OBz86gOwFGY


 ফৌজদারি, মানি লন্ডারিং, ট্রাফিক আইন ভাঙা ও  বিদ্যুৎ বিল বকেয়ার মামলা সহ একদিনে কুড়ি হাজারেরও বেশি মামলা আদা…

 




ফৌজদারী থেকে ট্রাফিক আইন একদিনে আদালতে উঠল কুড়ি হাজারেরও বেশি মামলা।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/OBz86gOwFGY




 ফৌজদারি, মানি লন্ডারিং, ট্রাফিক আইন ভাঙা ও  বিদ্যুৎ বিল বকেয়ার মামলা সহ একদিনে কুড়ি হাজারেরও বেশি মামলা আদালতে উঠল পূর্ব মেদিনীপুর। জাতীয় লোক আদালতের মাধ্যমে এই মামলা গুলির নিষ্পত্তির জন্য শুনানি শুরু হয় ৯ সেপ্টেম্বর শনিবার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিবছর চারটি লোক আদালত বসে দেশজুড়ে। এবছরের আগে দুটি জাতীয় লোক আদালত সম্পন্ন হয়েছে। আর এদিন বছরে তৃতীয় জাতীয় লোক আদালত শুরু হয়েছে। এদিন পূর্ব মেদিনীপুর জেলায় জেলা আদালতের পাশাপাশি কাঁথি ও হলদিয়া মহকুমা আদালতেও জাতীয় লোক আদালত বসেছে। 

জাতীয় লোক আদালতে পূর্ব মেদিনীপুর জেলায় মোট ২৮ টি বেঞ্চ গঠন করা হয়েছে। এই বেঞ্চগুলিতে মোট ২১ হাজার ৫৪০ টি মামলা  নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা সদর আদালতে মোট ১২ টি বেঞ্চ গঠন করা হয়। যার মধ্যে ২ টি শুধুমাত্র ট্রাফিক আইনভঙ্গ মামলার জন্য রাখা হয়। সব মিলিয়ে এই ১২ টি বেঞ্চে নিষ্পত্তির জন্য মোট ১১ হাজার ৬০৪ টি মামলার শুনানি শুরু হয়। জাতীয় লোক আদালতের বিভিন্ন বেঞ্চের মামলার শুনানি শুরু হওয়ার পর। বিভিন্ন বেঞ্চ পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা ও দায়রা বিচারক প্রিয়ব্রতা দত্ত এবং পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের পাশাপাশি হলদিয়া ও কাঁথি মহাকুমা আদালতে জাতীয় লোক আদালত বসেছে। হলদিয়া মহকুমা আদালতে অন্যান্য মামলার জন্য তিনটি এবং ট্রাফিক আইন ভঙ্গের জন্য চারটি বেঞ্চ মিলিয়ে মোট ৭ বেঞ্চ করা হয়েছে। যেখানে মামলার পরিমাণ ৪ হাজার ৪৩ টি। অন্যদিকে কাঁথি মহাকুমা আদালতে মোট ৯ টি বেঞ্চ বসেছেন জাতীয় লোক আদালত। নিষ্পত্তির জন্য ৫ হাজার ৮৮০ টি মামলা কে বেছে নেওয়া হয়েছে। মোটর ভেহিকেলস অ্যাক্সিডেন্ট ক্লেম মামলা চেক বাউন্স হওয়ার মামলা ব্যাংক ঋণ সংক্রান্ত মামলা সহ বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য জাতীয় লোক আদালতের বেঞ্চগুলি গঠন করা হয়।

বছরের তৃতীয় জাতীয় লোক আদালত নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলা ও দায়রা বিচারক জানান, '৯ সেপ্টেম্বর তৃতীয় জাতীয় লোক আদালত বসেছে। জেলাই মোট ২৮ টি করা হয়েছে। মানুষজন উৎসাহের সঙ্গে জাতীয় লোক আদালতে এসে মামলার দ্রুত নিষ্পত্তি করছেন।' প্রসঙ্গত দেশজুড়ে আদালতে আদালতে মামলার পরিমাণ কমানোর জন্য এই জাতীয় লোক আদালত বছরের নির্দিষ্ট দিনে চারবার আয়োজিত হয়।

No comments