ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/fSb5Z96wPTYতৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আবু তাহেরের তিন দিনের জেল হেফাজতএকুশে বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুন হয়েছিল। সেই খুন হওয়াতেই তৃণমূল কংগ্রেসের অনেকে…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/fSb5Z96wPTY
তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আবু তাহেরের তিন দিনের জেল হেফাজত
একুশে বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুন হয়েছিল। সেই খুন হওয়াতেই তৃণমূল কংগ্রেসের অনেকের নাম জড়িয়ে যায় ।পরবর্তীকালে সিবিআই তদন্তে নামেন অনেকেই উচ্চ আদালত থেকে জামিন হয়েছিলেন এবং হলদিয়া আদালতেও অনেকেই জামিন হয়েছিলেন।
দেবব্রত মাইতি হত্যার মামলায় সহ একাধিক একুশে বিধানসভা নির্বাচনের ঘটনায় তাদের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে জুড়ে দেওয়ার অভিযোগ করেছিলেন আবু তাহের। সিবিআই হুলিয়া জারি করেছিল এবার আত্মসমর্পণ করলেন তিনি।
উচ্চ আদালতের সিদ্ধান্ত মেনেই আজ ১৬ই সেপ্টেম্বর ২:১০ মিনিটে হলদিয়া আদালতে পৌঁছান তৃণমূল নেতৃত্ব নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আবু তাহের।
তৃণমূল সেলের আইনজীবী মনসুর আলম বলেন উচ্চ আদালতের নির্দেশ মতোই আবু তাহের আজ আত্মসমর্পণ করেছেন আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত উনি জেল হেফাজতে থাকবেন এবং পরবর্তীকালে এই মামলা অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক এন্ড সেশন জাজের নিকট এই মামলা চলবে।
No comments