Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লেডি কনস্টেবল নিয়োগ, পরীক্ষায় ৮১৪৬ জন

লেডি কনস্টেবল নিয়োগ, পরীক্ষায় ৮১৪৬ জন
  পূর্ব মেদিনীপুর জেলায় ১৬টি পরীক্ষা কেন্দ্রে ৮১৪৬ জন মহিলা কনস্টেবল পদে পরীক্ষায় বসলেন। মোট ১৩০০ পদের জন্য গোটা রাজ্যে ১ লক্ষ ৯৩ হাজার জন পরীক্ষায় বসেছিলেন। এদিন  রবিবার ১০ ই সেপ্টেম্বর …

 




লেডি কনস্টেবল নিয়োগ, পরীক্ষায় ৮১৪৬ জন


  পূর্ব মেদিনীপুর জেলায় ১৬টি পরীক্ষা কেন্দ্রে ৮১৪৬ জন মহিলা কনস্টেবল পদে পরীক্ষায় বসলেন। মোট ১৩০০ পদের জন্য গোটা রাজ্যে ১ লক্ষ ৯৩ হাজার জন পরীক্ষায় বসেছিলেন। এদিন  রবিবার ১০ ই সেপ্টেম্বর তমলুক, নন্দকুমার ও কোলাঘাটের মোট ১৬টি জায়গায় ‘সেন্টার' ছিল। পরীক্ষা শেষ হওয়ার পরই দলবেঁধে বহু পরীক্ষার্থী বর্গভীমা মায়ের মন্দিরে যান মানত করতে। তাঁদের অনেকে মন্দিরে পুজো দেন। মন্দিরের সামনে রাস্তায় তখন দমবন্ধ করা ভিড়। ভিড় সামলাতে সিভিক ভলান্টিয়ারদের হিমশিম খেত হয়।

এদিন শালগেছিয়া হাইস্কুল, তমলুক হাইস্কুল, তমলুক হ্যামিল্টন হাইস্কুল, রাজকুমারী সান্ত্বনাময়ী গার্লস হাইস্কুল ছাড়াও গোবিন্দপুর, শ্রীকৃষ্ণপুর, ব্যবত্তারহাট, হাকোলা, রামচন্দ্রপুর, কেলোমাল, চাঠরা, কুলবেড়িয়া ও নাইকুড়ি স্কুলে পরীক্ষা হয়। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন ‘ভেনু’ এবং রাস্তায় পর্যাপ্ত পুলিস ছিল। জেলার বিভিন্ন থানা থেকে পুলিস অফিসার ও কর্মীদের ডিউটির জন্য আনা হয়। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে একজন করে পুলিস অফিসার ছিলেন।


No comments