Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং !! উৎসবের দিনে দুই শ্রমিকের মৃত্যু জখম ২

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/Or31vUb2SsU
হলদিয়াতে উৎসবের দিনে দুই শ্রমিকের মৃত্যু জখম ২পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া শিল্পের দেবতা পূজা অর্চনা শুরু হয়েছে গতকাল১৮ ই সেপ্টেম্বর থেকেই। আজ অনেক মণ্ডপ থেকে বিসর্জন…

 



 ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/Or31vUb2SsU


হলদিয়াতে উৎসবের দিনে দুই শ্রমিকের মৃত্যু জখম ২

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া শিল্পের দেবতা পূজা অর্চনা শুরু হয়েছে গতকাল১৮ ই সেপ্টেম্বর থেকেই। আজ অনেক মণ্ডপ থেকে বিসর্জনের জন্য শোভাযাত্রা  করে নদীতে প্রতিমা নিয়ে যায়। আজ গনেশ চতুর্থী উৎসবে মেতেছে হলদিয়ার মানুষ।

পুজোর পরের দিন অর্থাৎ আজ ১৯শে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দুটোর সময় শোভাযাত্রা করে যখন টাউনশিপ কৃষ্ণা অর্জূন  ঘাটে শোভাযাত্রা যায় সেই সময় টাউসিপ ভিআইপি রোড (হিম কন্টিনার তেল পাম্প) এর কাছেই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে যায়। সেই দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু এবং দুজন  গুরুত যখম হয়ে এখন হাসপাতালে ভর্তি।

সূত্রে জানা যায় রানীচক থেকে টাউন শিপে একটি মোটর বাইকের তিনজন  যাচ্ছিলেন। অপরদিকে টাউনশিপ থেকে রানীচক গ্রামী একজন বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তিনজন বাইক আরোহী কে। ঘটনাস্থলে একজন মারা যায় অপর একজনকে স্থানীয় মানুষ উদ্ধার করে প্রথমে বিসিরায় হাসপাতালে পরে তমলুক নিয়ে যাবার সময় রাস্তায় মৃত্যু হয় বলে জানা যায়। বাকি দুজনের মধ্যে শুভেন্দু বেরা বয়স ২৭ রামগোপাল চক হলদিয়া থানায় বাড়ি, বর্তমানে বিসি রায় হাসপাতালে ভর্তি। এবং পঙ্কজ সরকার বাড়ি মহিষাদল কলিকাতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা যায় ।

দুজন মারা গেছেন তারা হলেন হলদিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড তেঁতুলবেড়িয়া গ্রামে জগদীশ বেরা বয়স ৬০ এবং হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে হাতিবেড়িয়া  গ্রামের বাড়ি হরেকৃষ্ণ প্রামানিক বয়স ৪১ হরে কৃষ্ণ প্রামানিকের বর্তমানে একটি পুত্র রয়েছে ৭ বছর বয়স।এই মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তে নেমেছেন হলদিয়া থানার পুলিশ।

বিশ্বকর্মা পূজার পরের দিন দুই শ্রমিকের মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং একজন শ্রমিক বিসিরায় হাসপাতালে ও আর এক জন কলকাতায় হাসপাতালে ভর্তি ।  দুই শ্রমিকের মৃতদেহ  ময়না তদন্তের জন্য দুর্গাচক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হলদিয়া বন্দরে জি এম বক্সী কোম্পানির তিনজন কর্মচারী ছিলেন এক- জগদীশ বেরা (মৃত) দুই - হরে কৃষ্ণ প্রামাণিক (মৃত) তিন শুভেন্দু বেরা বর্তমানে বিসি রায় হাসপাতালে ভর্তি। চার - পঙ্কজ সরকার মহিষাদলে বাড়ি গুরুতর জখম 

উৎসব মুখর দিনে পথ দুর্ঘটনা কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন পুলিশ প্রশাসন ট্রাফিক রাস্তায় দেখা যায় না। আর তারই জন্য এই দুর্ঘটনা কেবলই সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার করা হয়। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বেশ কয়েকটি টার্নিং পয়েন্ট রয়েছে সেখানে শুধু বোর্ড লাগিয়ে ক্ষান্ত। কোনো ট্রাফিক পুলিশ অথবা কোন সিভিক দিয়ে নজরদারি করা হয় না। তার জন্য এই ধরনের  দুই যুবকে চলে যেতে হল। এখনো দুজন গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । টার্নিং পয়েন্টগুলিতে ট্রাফিক পুলিশ দেওয়ার জন্য  আবেদন করেন।


No comments