আজ ১২ সেপ্টেম্বর, বিশ্ব মনোসংযোগ দিবস
আজ সর্বত্র পালিত হচ্ছে "বিশ্ব মনোসংযোগ দিবস"। মনোযোগের গুরুত্ব ও এর প্রতি মানুষের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক উইজডম পাবলিকেশন্সের উদ্যোগে পালন করা হয় দিবসটি। …
আজ ১২ সেপ্টেম্বর, বিশ্ব মনোসংযোগ দিবস
আজ সর্বত্র পালিত হচ্ছে "বিশ্ব মনোসংযোগ দিবস"। মনোযোগের গুরুত্ব ও এর প্রতি মানুষের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক উইজডম পাবলিকেশন্সের উদ্যোগে পালন করা হয় দিবসটি। বিভিন্ন দেশে মানুষ ওয়ার্কশপ, সেমিনার, মেডিটেশন ইত্যাদির মাধ্যমে দিবসটি পালন করে। মাইন্ডফুল ডট ওআরজি ওয়েবসাইটে দিবসটি উদযাপনের কিছু বিষয় তুলে ধরেছে। এর মধ্যে মেডিটেশন বা যোগব্যায়ামের কথা রয়েছে সর্বাগ্রে। এ ছাড়া একসঙ্গে চা খাওয়া, হাঁটা, ব্যায়াম করা ইত্যাদির কথাও বলা হয়েছে। দিবসটি আসলে বুদ্ধের ধ্যান অনুসরণে এসেছে। উইজডম প্রকাশনী বিশেষতঃ বুদ্ধের ওপর লিখিত বইয়ের প্রধান পৃষ্ঠপোষক। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মনোযোগের বিকল্প নেই। দিবসটি তার গুরুত্বই বোঝানোর চেষ্টা করছে।
No comments