মোটরসাইকেল মুখোমুখি ধাক্কায় মৃত ২পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া হলদিয়া রানিচক থেকে টাউনশিপ যেতে ভিআইপি রাস্তার মোড়ের সামনেই মুখোমুখি ধাক্কায় 2 বাইক আরোহী মৃত্যু হয়। জগদীশ বেরা(৬০), তেঁতুলবেড়িয়া,হরেকৃষ্ণ প্রামানিক(৪১…
মোটরসাইকেল মুখোমুখি ধাক্কায় মৃত ২
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া হলদিয়া রানিচক থেকে টাউনশিপ যেতে ভিআইপি রাস্তার মোড়ের সামনেই মুখোমুখি ধাক্কায় 2 বাইক আরোহী মৃত্যু হয়। জগদীশ বেরা(৬০), তেঁতুলবেড়িয়া,হরেকৃষ্ণ প্রামানিক(৪১), (হাতিবেড়িয়া) দেভোগ।
সূত্রে জানা যায় একটি বাইক রানি চক থেকে যাওয়ার এবং টাউনশিপ থেকে আরেক টি বাইট আসায় চৌমোড়ে সামনেই এই দুর্ঘটনা ঘটে। স্পটেই একজন মারা যান একজন অসুস্থ অবস্থায় তাকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত হয় বলে সূত্রের খবর।
No comments