আধার ব্যাঙ্ক লিঙ্কগুলি থেকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করেন বিজ্ঞানী অনির্বাণ দাস আধার নিয়ে চলছে প্রতারণা মোবাইলে ফোন করে আধারে ওটিপি দিয়ে আপনি হয়ে যেতে পারেন ভিখারী। ঘরের জন্য সতর্ক থাকার আহ্বান বা অনুরোধ করলেন বিজ্ঞানী অনির…
আধার ব্যাঙ্ক লিঙ্কগুলি থেকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করেন বিজ্ঞানী অনির্বাণ দাস
আধার নিয়ে চলছে প্রতারণা মোবাইলে ফোন করে আধারে ওটিপি দিয়ে আপনি হয়ে যেতে পারেন ভিখারী। ঘরের জন্য সতর্ক থাকার আহ্বান বা অনুরোধ করলেন বিজ্ঞানী অনির্বাণ দাস। তিনি বলেন আমার সকলেই খুব ঘনিষ্ঠ বন্ধু। কেহ আঘার ওটিপি চাইলে দেবেন না। অন্যথায়, আপনি যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারেন।
আপনার আধার প্রোফাইলে বায়োমেট্রিক লকের জন্য যেতে হবে।আপনি যে কোনো সাহায্যের জন্য সংযোগ করতে পারেন. নিরাপদে থাকুন এবং অন্যকে এই প্রতারণা থেকে নিরাপদ রাখুন। ডঃ অনির্বাণ দাস বিজ্ঞানী-ব্রেইনহেলথটেক, নিউরোল্যাবস ইন্টারন্যাশনাল পলিসি ল্যাব এক্সপার্ট, ইউনেস্কো
No comments