Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া মহকুমার আদালতে ল ক্লার্কস্ উদ্যোগে পথ অবরোধ

হলদিয়া মহকুমার আদালতে ল ক্লার্কস্  উদ্যোগে পথ অবরোধপশ্চিমবঙ্গ ল ক্লার্কস্ এসোসিয়েশন এর পক্ষ থেকে রাজ্যব্যাপী পদ অবরোধ। ২২ শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ ল ক্লার্কস্ এসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যব্যাপী বিভিন্ন বি এল আর অফিস আদালত অফিসে…

 


হলদিয়া মহকুমার আদালতে ল ক্লার্কস্  উদ্যোগে পথ অবরোধ

পশ্চিমবঙ্গ ল ক্লার্কস্ এসোসিয়েশন এর পক্ষ থেকে রাজ্যব্যাপী পদ অবরোধ।

 ২২ শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ ল ক্লার্কস্ এসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যব্যাপী বিভিন্ন বি এল আর অফিস আদালত অফিসের সামনে তারা পথ অবরোধ কর্মসূচি পালন করেন।

 প্রায় ১৩ দফা দাবি নিয়ে এই পথ অবরোধ করেন।গত কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস্ এসোসিয়েশনের পক্ষ থেকে কর্মবিরোধী চলেছিল তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে। কিন্তু সেই দাবী দেওয়া এখনো কার্যকারিতা হয়নি। ২২ শে সেপ্টেম্বর রাজ্যব্যাপী ১৩ দফা দাবি নিয়ে তারা পথ অবরোধ করন।  উপস্থিত ছিলেন রাজ্য কমিটির প্রাক্তন সদস্য এবং জেলা সম্পাদকের মন্ডলীর সদস্য মহাদেব ভৌমিক। ছিলেন হলদিয়া দেওয়ানি আদালতের সভাপতি প্রণব কুমার দাস হলদিয়া আদালতে ইউনিটের সভাপতি অতনু পন্ডা এবং ফৌজদারি কোর্টে সদস্য প্রফুল্ল কুমার বেরা প্রমূখ।

 সকলেই বলেন ত্রুটিপূর্ণ ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস্ এসোসিয়েশন এর  অতি শীঘ্র সংশোধন করতে হবে, ল ক্লাকস্ এ্যাক্টে থাকা রাইট টু এ্যাক্ট যা রাজ্যের অধিকার অবিলম্বে সর্বত্র কার্যকরী করার ব্যবস্থা করতে হবে। ল ক্লাস দের জন্য অবিলম্বে স্বাস্থ্য বীমা গ্রুপ ইন্সুরেন্স অবসরকালীন ভাতা ওয়েলফেয়ার ফান্ড সরকারি উদ্যোগে চালু করতে হবে। এছাড়া মোট ১৩ দফা দাবি নিয়ে আজ ২২ শে সেপ্টেম্বর শুক্রবার বেলা ১২ থেকে ১২:৩০ মিনিট  পর্যন্ত স্তব্ধ হয়ে যায় রাজপথ। পৌরসভার সামনে বহু গাড়ি আটকে যায় তৎক্ষণাৎ ছুটে আসে ভবানীপুর থানার পুলিশ। ভবানীপুর থানার পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দেয় স্বাভাবিক হয় যান চলাচল।

No comments