তিন পুরুষ নিয়ে নববধুর আগমন! দাপুটে লক্ষ্মণ শেঠ মধুচন্দ্রিমা হল কলিকাতার তাল কুঠিরে
লক্ষ্মণের মধুচন্দ্রিমা হল নিউটাউনের ইকোপার্কে টাটাদের তাজ হোটেল গ্রুপের তাল কুটিরে
৭৫ বছর বয়সে বিপত্নীক প্রাক্তন বাম নেতা বর্তমান প্রদেশ কংগ্রেস স…
তিন পুরুষ নিয়ে নববধুর আগমন! দাপুটে লক্ষ্মণ শেঠ মধুচন্দ্রিমা হল কলিকাতার তাল কুঠিরে
লক্ষ্মণের মধুচন্দ্রিমা হল নিউটাউনের ইকোপার্কে টাটাদের তাজ হোটেল গ্রুপের তাল কুটিরে
৭৫ বছর বয়সে বিপত্নীক প্রাক্তন বাম নেতা বর্তমান প্রদেশ কংগ্রেস সহ সভাপতি লক্ষ্মণ শেঠ সম্প্রতি বিয়ে করেন ৪৫ বছরের মানসী দে কে। যদিও এই বিয়ে অবৈধ বলে দাবি লক্ষ্মণে করে পরিবারের। তবে ২৪ শে মে বিয়ে হলেও আড়াই মাস পর অর্থাৎ ১৮ই আগস্ট বিয়ের রিসেপশন ঘিরে বিশেষ কৌতুহল তৈরি হয় মানুষজনের মধ্যে।
রীতিমতো কার্ড পাঠিয়ে অতিথি আপ্যায়ন করা হয়েছে।
২০১৬ সালে লক্ষ্মণের প্রথম স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক কবি সাহিত্যিক আপনজন পত্রিকার সম্পাদিকা তমালিকা পন্ডা শেঠের মৃত্যু হয়। বর্তমানে তমালিকার দুই সন্তান বৌমা ও নাতি-নাতনী।
এবার নতুন হাতে হাত বর্তমান কংগ্রেস নেতার । ৭৫ বছর বয়সে লক্ষ্মণের দ্বিতীয় স্ত্রীর নাম মানসী দে। কলিকাতার বাসিন্দা বছর ৪৫ এর মানসী দে শেঠ কলকাতা একটি পাঁচ তারা হোটেল গ্রুপের জেনারেল ম্যানেজার পদে ছিলেন। সেখানেই আলাপ পরে বিয়ের সিদ্ধান্ত। তিনি সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, এক ইনিংসে খেলা জমে না। নিজের এলাকা বৌভাতের অনুষ্ঠান করবেন বলে জানিয়েছিলেন হলদিয়ার দাপুটে প্রাক্তন সিপিআইএম বর্তমান কংগ্রেস নেতা লক্ষ্মণ শেঠ। তবে প্রথম নিজের এলাকায় হলদিয়ায় নয় কলিকাতা বিয়ের প্রীতিভোজ নিউটাউনে ইকো ট্যুরিজম পার্কে হল।
সূত্রে জানা যায় আগামী ২৭ এবং ৩০ শে আগস্ট দুদিন ধরে হবে হলদিয়ায় রিসেপসান। প্রায় তিন হাজার শুভানুধ্যায়ী কে রিসেপশনে আমন্ত্রণ করা হচ্ছে।
কলকাতা ইকোপার্কে মেনুতে ছিল বহু রকমের আইটেম, জানা গেছে মাছের প্রচুর আইটেম রয়েছে ইলিশ চিংড়ি দুই রয়েছিল। পরে পাবদা চিতল মাছের মুইঠ্যা এবং রকমারি মিষ্টি।
বিয়ে বলে কথা যেমন তেমন পোশাক পরে রিসেপশনে থাকা যায় না । এক সময় সর্বহারা নেতা বলতেন ( কমিউস্ট পার্টি) করতেন। বর্তমানে প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি। রিসেপশনে সম্মানীয় ব্যক্তিরা আসবেন,
সূত্রের খবর, তাই লন্ডন থেকে এলেন লক্ষ্মণ শেঠের পোশাক । লক্ষ্মণ পত্নী মানসী দেবীর গয়না কেনা হয় সব তানিষ্ক থেকে। লক্ষ্মণের মধুচন্দ্রিমা হল তাল কুঠিরে। কলিকাতা ইকোপার্কে লক্ষ্মণের রিসেপশন ছিল জমজমাট।
No comments