Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কিক বক্সিং ন্যাশনাল প্রতিযোগিতায় হলদিয়ার মেয়ে অলিভিয়া

কিক বক্সিং ন্যাশনাল প্রতিযোগিতায় হলদিয়ার মেয়ে অলিভিয়া
রাজ্যে সদ্য সমাপ্ত হল ন্যাশনাল কিকবক্সিং প্রতিযোগিতা। কিকবক্সিং মেয়েদের সেলফ ডিফেন্স খুবই প্রয়োজন, বর্তমানে বিভিন্ন জায়গায় মহিলারা নিবৃত হচ্ছেন। শুধু সেলফ ডিফেন্স জানলে…

 


কিক বক্সিং ন্যাশনাল প্রতিযোগিতায় হলদিয়ার মেয়ে অলিভিয়া


রাজ্যে সদ্য সমাপ্ত হল ন্যাশনাল কিকবক্সিং প্রতিযোগিতা। কিকবক্সিং মেয়েদের সেলফ ডিফেন্স খুবই প্রয়োজন, বর্তমানে বিভিন্ন জায়গায় মহিলারা নিবৃত হচ্ছেন। শুধু সেলফ ডিফেন্স জানলেই হবে না তার আদব কায়দা ও জানা দরকার।

জাপানের মার্শাল আর্টের অন্যতম খেলা কিকবক্সিং। জাপানের উৎপত্তি হলেও সারা ভারতবর্ষ ব্যাপী কিকবক্সিং প্রচলিত।

 কিক বক্সিং কি?

মূলত আত্মরক্ষা ও ফিটনেস জন্য ক্যারাটে বক্সিং এবং মিঠাই থেকে এই খেলার বর্তমানে কিকবক্সিং রূপে জনপ্রিয়তা পেয়েছে। ন্যাশনাল লেভেলে এই খেলা রাজ্যে চলছে। কিক বক্সিং প্রতিযোগিতা গত ১৮ থেকে ২১ শে আগস্ট পর্যন্ত হয়ে গেল কলিকাতা পি এল রায় স্টেডিয়ামে ন্যাশনাল প্রতিযোগিতা। সারা ভারতবর্ষের প্রায় ২৫০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেছেন । তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ৪০ জন অংশগ্রহণ করেছেন। রাজ্যের প্রতিযোগী প্রতিযোগিতা স্বর্ণ-রোপ্য এবং ব্রোজ পদক নিয়ে এলো বাংলায়। সিনিয়র বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।

অলিভিয়া কে?

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সফল ব্যবসায়ী বর্তমানে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের ডিসট্রিক্ট গভর্নর 322C1  শেখ মজাফফর বাবুর কন্যা

হলদিয়ার মেয়ে শেখ অলিভিয়া রাজ্য চ্যাম্পিয়ন হয়ে ন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন দুটি ক্যাটাগরিতে রোপ্য পদক পেয়েছেন। মাত্র ৮ মাসের মধ্যেই ন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন হলদিয়ার মেয়ে অলিভিয়া জানালেন মার্শাল ময়ূখ ব্যানার্জি।

ময়ূখ বাবু বলেন ইন্টারন্যাশনাল খেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি, তবে ২০২৩ এই বছরে ন্যাশনাল খেলা শেষ হয়েই বন্ধ থাকবে । যদি কোন সময় ইন্টারন্যাশনাল খেলার সার্কুলার আসে ইন্টারন্যাশনাল খেলার জন্য জায়গা করে নেবে শেখ অলিভিয়া সেজন্য আমরা প্রস্তুত রয়েছি।

No comments