Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজ ২২ শ্রাবণ -মনোজিৎ দাস।

আজ  ২২ শ্রাবণ -মনোজিৎ দাস।
" এ পথে আমি - যে গেছি বার বার,ভুলিনি তো এক দিনও।আজ কি ঘুচিল চিন্হ তাহার,উঠিল বনের তৃণ "  তুমি যাচ্ছ যাও,কত লেখা হয়নি এখন ও। তোমার যাওয়ার পথে পথে ধূসর পাণ্ডুলিপি ছড়িয়ে পড়েছেশ্রাবণে শ্রাবণে।…

 




আজ  ২২ শ্রাবণ -মনোজিৎ দাস।


" এ পথে আমি - যে গেছি বার বার,ভুলিনি তো এক দিনও।

আজ কি ঘুচিল চিন্হ তাহার,

উঠিল বনের তৃণ " 

 

 তুমি যাচ্ছ যাও,কত লেখা হয়নি এখন ও। তোমার যাওয়ার পথে পথে ধূসর পাণ্ডুলিপি ছড়িয়ে পড়েছে

শ্রাবণে শ্রাবণে।।


" তবু মনে মনে জানি নাই ভয়,

অনুকূল বায়ু সহসা যে বয় - 

চিনিব তোমায় আসবে সময়,

তুমি যে আমায় চিন "


 মাঝে মাঝে বৃষ্টির শব্দ আসে , জানালা দিয়ে তাকিয়ে থাকি, কত মেঘ উড়ে যায়, ঠোঁটের কোণে, চোখের কোণে বাদল ধারা বয়ে যায়।

 " একেলা যেতেম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা।

তবু জানি মনে তারার ভাষাতে

ঠিকানা রয়েছে লিখা।

পথের ধারেতে ফুটিল যে ফুল

জানি জানি তারা ভেঙে দেবে ভুল - 

গন্ধে তাদের গোপন মৃদুল সংকেত আছে লীন " ।।


একলার পথে হাঁটতে হাঁটতে আমার কথা মনে হবে তোমার।পথের ধারে কত অচেনা ফুল কথা বলে যায়।

বাদল মেঘের ফাঁকে ফাঁকে কাশ্মীরি চাদর বিছিয়ে ঘন মেঘ উড়ে যায় দূরে,আরো দূরে। কোথাও ভৈরবী বাজছে, কোথাও মেঘ মল্লার। তোমার কবিতা,গান বুকে বেঁধে রাখি ।

হয়তো কোনদিন দেখা হয়ে যাবে অন্য কোথাও স্বপন ছায়াতে।।

No comments