Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ২ বিজেপি ২

হলদিয়া পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ২ বিজেপি ২হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চারটি গ্রাম পঞ্চায়েত চকদ্বীপা,বাড় উত্তর হিংলী,দেভোগ,দেউলপোতা অঞ্চল। চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত মোট আসন ২০ বিজেপি ৩ আইএস এফ ১ তৃণমূল কংগ্র…

 


হলদিয়া পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ২ বিজেপি ২

হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চারটি গ্রাম পঞ্চায়েত চকদ্বীপা,বাড় উত্তর হিংলী,দেভোগ,দেউলপোতা অঞ্চল। 

চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত মোট আসন ২০ বিজেপি ৩ আইএস এফ ১ তৃণমূল কংগ্রেস ১৬ আজ ১০ ই আগস্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন সুনিতা কর খুটিয়া উপপ্রধান হয়েছেন মোসলেম আলী খাঁন।

হলদিয়া দেভোগ গ্রাম পঞ্চায়েত মোট আসন ১৫ বিজেপি ৫ তৃণমূল কংগ্রেস ১০ প্রধান হয়েছেন মিনতি মাভই (ভূঁইয়া) উপপ্রধান হয়েছেন বাদল দাস।

বাড় উত্তর হিংলী গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৭ বিজেপি পেয়েছে ১৯ ও  তৃণমূল ৬ আইমা ২ গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন সঙ্গীতা মেহতা দাস উপপ্রধান হয়েছেন মানসী মাইতি।

দেউলপোতা অঞ্চলে মোট আসন ২৭ বিজেপি ১৪ তৃণমূল-১১ নির্দল ২ বোর্ড গঠনের তৎপরতা ছিল  সকাল থেকে দেউলপোতা অঞ্চল গঠনের জন্য তৎপরতা ছিল কর্মীদের মধ্যে আজ ১৫ ভোট প্রায় বিজেপি ১২ টি ভোট পায় শাসক দল তৃণমূল কংগ্রেস।

প্রধান নির্বাচিত হলেন সুরজিৎ রানা উপপ্রধান হলেন মিনু দাস।

No comments