থানায় ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে খুন করল নবগ্রাম থানার পুলিশ
তুষার কান্তি খাঁ ,নবগ্রাম, :চোর সন্দেহে থানার লকআপে এক যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন করল নবগ্রাম থানার পুলিশ। মৃত্যুর খবর জানা জানি হতে এদিন রাত ন'টা নাগাদ পর…
থানায় ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে খুন করল নবগ্রাম থানার পুলিশ
তুষার কান্তি খাঁ ,নবগ্রাম, :চোর সন্দেহে থানার লকআপে এক যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন করল নবগ্রাম থানার পুলিশ। মৃত্যুর খবর জানা জানি হতে এদিন রাত ন'টা নাগাদ পরিবারের একাংশ ও গ্রামের প্রায় আড়াইশো বাসিন্দা নবগ্রাম থানা ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখানো শুরু করেন। বাসিন্দাদের দাবি পুলিশ রাস্তার মধ্যে কাঁচের বোতল ভেঙে ছড়িয়ে রাখে ।পুলিশ বেধড়ক লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ফাটায়। পুলিশ অবশ্য সব অস্বীকার করেছে। লালবাগের এস ডি পি ও বলেন," নবগ্রাম থানা এলাকায় আইন-শৃঙ্খলা জনিত একটা সমস্যা হয়েছে। পুলিশ ঘটনা স্থলে মোতায়েন আছে। তদন্ত শুরু হয়েছে।"
পারিবারিক সূত্রে জানা গিয়েছে মৃতের নাম গোবিন্দ ঘোষ (২৯)। বাড়ি নবগ্রাম থানারই সিঙ্গার গ্রামে, গোবিন্দ পেশায় দিন মজুর ছিলেন। নবগ্রামে সেনা ছাউনিতে দিনমজুরের কাজ করছিলেন। জানা যায় সপ্তাহখানেক আগে সিঙ্গার গ্রামে গোবিন্দর প্রতিবেশীর বাড়িতে সোনার অলংকার, টাকা পয়সা চুরি যায় ।সেই গৃহকর্তা নবগ্রাম থানায় সন্দেহ বসত গ্রামেরই সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।তাতে গোবিন্দর নামও ছিল। প্রতিবেশী শ্রীদাম ঘোষ বলেন," ওই চুরির ঘটনায় জড়িত সন্দেহে বুধবার গোবিন্দকে পুলিশ জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার তাঁর পরিবারের লোকজন থানায় দেখা করতে গেলে জানানো হয় যে গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে ।যেদিন ওই ঘটনা ঘটে সেদিন গোবিন্দ সেনা ছাউনিতে কর্মরত ছিল। সেই প্রমাণও পরিবারের তরফে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ পিটিয়ে মেরে ফেললো গোবিন্দকে। মৃত্যুর খবর জানাজানি হতেই পরিবারের লোকজন ও গ্রামের কয়েকশ বাসিন্দা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
ঘটনার জেরে সাসপেন্ড করা হয় নবগ্রাম থানার ওসি অমিত ভকতকে। ছেলেটির বাড়িতে মা, বাবা ও দাদা রয়েছে। ঘটনার খবর পেয়ে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে দেখা করতে যান সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা, সৈয়দ নুরুল হাসান, হাবিবুর রহমান, সঞ্জীব পান্ডে সহ আরো অনেক স্থানীয় পার্টি নেতৃবৃন্দ। গ্রামে এখনো পুলিশি টহল চলছে।
No comments