অ্যান্টি র্যাগিং হেল্পলাইনের নম্বর দিলেন- মুখ্যমন্ত্রী
চোখ খুলে দিয়েছে যাদবপুরের ছাত্রমৃত্যু। রাজ্যের আরকোনও পড়ুয়া যাতে র্যাগিংয়ের শিকার না হন তার জন্য সরকারি উদ্যোগে খোলা হল অ্যান্টি র্যাগিং টোল ফ্রি হেল্প লাইন নম্বর(১৮০০৩…
অ্যান্টি র্যাগিং হেল্পলাইনের নম্বর দিলেন- মুখ্যমন্ত্রী
চোখ খুলে দিয়েছে যাদবপুরের ছাত্রমৃত্যু। রাজ্যের আর
কোনও পড়ুয়া যাতে র্যাগিংয়ের শিকার না হন তার জন্য সরকারি উদ্যোগে খোলা হল অ্যান্টি র্যাগিং টোল ফ্রি হেল্প লাইন নম্বর
(১৮০০৩৪৫৫৬৭৮)। মঙ্গলবার দুর্গাপুজো নিয়ে নেতাজি ইন্ডোরে আয়োজিত প্রশাসনিক বৈঠকে এই
হেল্পলাইন নম্বরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লালবাজার থেকে এই হেল্প লাইন পরিচালিত হবে। এটা সাতদিনই।চব্বিশ ঘণ্টা খোলা থাকবে। মুখ্যমন্ত্রী
এদিন এই প্রসঙ্গে বলেন,“যাদবপুরের ঘটনা আমাদের চোখ
খুলে দিয়েছে। এমন ঘটনা হয়তো অনেক ঘটে। ছাত্রছাত্রীরা ভয়ে জানায় না। অন্ধ্রপ্রদেশেও একটা ঘটনা ঘটেছে। আমি সিআইডির স্টাফ রিপে হাতে সেটা তদন্তের জন্য দিয়েছি।
No comments