জেলা পুলিশের উদ্যোগে হেলমেটহীন বাইক চালকদের গোলাপ দিয়ে সম্বর্ধনা
দিন দিন বাড়ছে দুর্ঘটনা। দুর্ঘটনা নিরন্তরের সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের পক্ষ থেকে।তারই অঙ্গ হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা পুল…
জেলা পুলিশের উদ্যোগে হেলমেটহীন বাইক চালকদের গোলাপ দিয়ে সম্বর্ধনা
দিন দিন বাড়ছে দুর্ঘটনা। দুর্ঘটনা নিরন্তরের সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের পক্ষ থেকে।
তারই অঙ্গ হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে মহিষাদল ট্রাফিক বিভাগ ও মহিষাদল থানার উদ্যোগে পালিত হল ট্রাফিক সচেতনতা প্রচার। ২১ শে আগস্ট সোমবার মহিষাদল বাজারে ট্রাফিক বিভাগ ও মহিষাদল থানার উদ্যোগে মহিষাদল বাজার এলাকা ঘুরে পথ চলতি মানুষ ও এলাকার মানুষদের সচেতন করলেন লিফলেট বিলি মাইকিং এর মাধ্যমে । রাস্তা পারাপারের সময় কি কি করনীয় তা তুলে ধরেন প্রচারের মাধ্যমে। তেমনি হলদিয়া মেচেদা রাজ্য সড়কের মহিষাদল সিনেমা মোড়ে হেলমেটহীন বাইক আরোহীদের আটকে তাদের একটি করে গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা দিয়ে তাদের জীবন মূল্যবান ট্রাফিক আইন মেনে চলাফেরার করার পরামর্শ দেওয়া হয়।
মহিষাদল থানার পুলিশের ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক সুশান্ত প্রামানিক জানান ট্রাফিক নিয়ম মেনে যাতে গাড়ি চলাচল করে তার জন্য গাড়ি চালকদের যেমন সচেতনতার বার্তা তুলে ধরা হয় তেমনি পথ চলতি মানুষদেরও সচেতন করা হয়। সকলের প্রচেষ্টায় যাতে দুর্ঘটনার সংখ্যা কমানো যায় তার জন্য আমাদের এই উদ্যোগ।
পুলিশ ঘটা করে কর্মসূচির পালন লিফলেট বিলি করলেন করলেও সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে দুর্ঘটনার সংখ্যা কমানো যাবে না দিনের পর দিন দুর্ঘটনা ঘটনার মৃত্যু সংখ্যা বাড়ছে তারপরও হুশ ফিরছে না অনেকের কবে ফিরবে হুঁশ সেটাই এখন ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
No comments