টেন্ডার দুর্নীতি মামলা ১৫০০ ফাইলের মধ্যে পৌরসভা কে ২৯৪ টি ফাইল ফিরিয়ে দিল পুলিশটেন্ডার দুর্নীতির তদন্তের স্বার্থে নেওয়া ১৪৮৮টি ফাইলের মধ্যে ২৯৪টি হাতে পেল হলদিয়া পুরসভা। ১০ মাস পর এই ফাইলগুলি ফেরত পেয়ে ঠিকাদারদের বকেয়া টাকা …
টেন্ডার দুর্নীতি মামলা ১৫০০ ফাইলের মধ্যে পৌরসভা কে ২৯৪ টি ফাইল ফিরিয়ে দিল পুলিশ
টেন্ডার দুর্নীতির তদন্তের স্বার্থে নেওয়া ১৪৮৮টি ফাইলের মধ্যে ২৯৪টি হাতে পেল হলদিয়া পুরসভা। ১০ মাস পর এই ফাইলগুলি ফেরত পেয়ে ঠিকাদারদের বকেয়া টাকা না পাওয়ার জট খুলল। সেইসঙ্গে বেশ কিছু প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার সম্ভাবনা তৈরি হয়েছে। আরও সাড়ে এগারোশো ফাইল ফেরত দেওয়ার প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই সেগুলি পুরসভার হাতে তুলে দেওয়া হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে। হলদিয়া পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তের স্বার্থে গত বছর সেপ্টেম্বরে ১৪৮৮টি ফাইল পুলিশ বাজেয়াপ্ত করেছিল। টানা দশ দিন ধরে এই ফাইল বাজেয়াপ্তের ঘটনায় পুরসভার প্রশাসনিক কাজকর্ম থমকে গিয়েছিল। বিভিন্ন প্রকল্পের কাজ করেও প্রাপ্য টাকা পাচ্ছিলেন না। ঠিকাদাররা। এলাকার উন্নয়ন কাজের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছিল। তবে ১০ মাসে পুলিশ ফাইল খতিয়ে দেখার কাজ অনেকাংশে সেরে ফেলেছে। তাই তদন্তের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ফাইলগুলি রেখে বাকি ফাইল ফেরতের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে পুলিশ ২৯৪টি ফাইল হলদিয়া পুরসভার হাতে তুলে দিয়েছে। আরও প্রায় সাড়ে এগারোশো ফাইল ফেরত দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। খুব শীঘ্রই সেগুলো পুরসভার হাতে তুলে দেওয়া হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে। হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডে জানান, “তদন্তের কাজে লাগবে তেমন ফাইলগুলি রেখে আমরা বাকি ফাইলগুলি হলদিয়া পুরসভার হাতে তুলে দিতে সিদ্ধান্ত নিয়েছি। চলছে তদন্তের কাজ।” হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক থাকাকালীন ইট টেন্ডার দুর্নীতি ধরা পড়ে। তার তদন্তে নেমে পুলিশ এই সমস্ত ফাইল বাজেয়াপ্ত করেছিল। পুরসভার প্রশাসক তথা হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জানান, “হলদিয়া পুরসভার ফাইল বেশকিছু ফেরতএসেছে। তার ফলে পুরসভারকাজে মসৃণতা আসবে।”
No comments