Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাক্তন কমিউনিস্ট পার্টির নেতার রিসেপশনের পোশাক এল লন্ডন থেকে

প্রাক্তন কমিউনিস্ট পার্টির নেতার রিসেপশনের পোশাক এল লন্ডন থেকে বাম আমলে দাপুটে নেতা ৭৫ বছর বয়সে বিয়ে করলেন ৪২ এর কন্যার সাথে। বিয়েকে নিয়ে হৈচৈ পড়ল সারা জেলা জুড়ে। অনেকেই বিশ্বাস করত না প্রথম প্রথম কিন্তু ফোন করে সাংবাদিককে …

 


প্রাক্তন কমিউনিস্ট পার্টির নেতার রিসেপশনের পোশাক এল লন্ডন থেকে বাম আমলে দাপুটে নেতা ৭৫ বছর বয়সে বিয়ে করলেন ৪২ এর কন্যার সাথে। বিয়েকে নিয়ে হৈচৈ পড়ল সারা জেলা জুড়ে। অনেকেই বিশ্বাস করত না প্রথম প্রথম কিন্তু ফোন করে সাংবাদিককে জানিয়ে দিলেন তিনি সত্যিই ৭৫ বছর বয়সেই দ্বিতীয় বিবাহ করেছেন।

কলিকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে জিজ্ঞাসা করতে তিনি বলেছিলেন এক ইনিংসে খেলা জমে না তাই দ্বিতীয় ইনিংস শুরু করলেন অর্থাৎ তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। তিনি যখন বিধায়ক ও সাংসদ ছিলেন সেই সময়ে বহুকারখানা শিল্প স্থাপন হয়েছিল সারা জেলা জুড়ে শিক্ষার প্রসারের জন্য বহু শিক্ষা প্রতিষ্ঠান তার উদ্যোগেই হয়েছে।

তিনি কাল মার্কস লেলিন স্তালিম এবং সুকুমার সেনগুপ্তের আদর্শে অনুপ্রাণিত তিনি বারবার কমিউনিস্ট হতে গেলে কি কি দরকার করণীয় পার্টির শিক্ষা শিবিরেও তিনি আলোচনা করতেন। 

তিনি করলেন ৭৫ বছর বয়সে বিবাহ। অনেকেই শুনতে খারাপ লাগছিল। ২০১৬ সালে থেকে দীর্ঘ  প্রায় ৭ বছর একাকিত্বে কাটিয়েছেন। বাধ্য হয়ে তিনি দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত। সে নিয়ে বাড়ির মধ্যে অশান্তি কারণ । উপযুক্ত ছেলে বৌমা নাতি-নাতনি রয়েছেন বাবার এই কাণ্ডকারখানা কে দেখে মানতে পারছেন না।

বিয়ের বয়সটা একটা সংখ্যা মাত্র বহু কবি সাহিত্যিক বিজ্ঞানী অনেক ভারী বয়সে বিয়ে করেছেন শুধু ইনার বিয়ে কে কেন্দ্র করে কেন এত হাসাহাসি। লোক লজ্জায় পড়তে হবে ছেলে বৌমা নাতি নাতি কে?

কিন্তু বিয়ের রিসেপশন বলে কথা তাই লন্ডন থেকে এলেন পোশাক। বেহালিসের কন্যার গহনা তৈরি হলো   তানিস্কো থেকে।

বাম আন্দোলনের পূর্ব মেদিনীপুর জেলার দাপুটে নেতৃত্ব ছিলেন লক্ষ্মণ। শিল্প শহর হলদিয়া স্বপ্নের সওদাগর ছিলেন লক্ষণ। বাম আন্দোলনের সময় থেকে লক্ষণের বাড়ন্ত বর্তমানে ডানপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত। এখন তিনি বলেন বাম আন্দোলনে মার্কস লেলিনের তত্ত্ব ভুল । বর্তমানে গৌতম বুদ্ধের বাণী নিয়ে তিনি আলোচনা করেন। পিছনের সেই অতীত দিনের কথা এখন ভুলে গেছেন? যেই দলে থেকে বিধায়ক সাংসদ বর্তমানে শেঠ পরিবারের সাম্রাজ্য তৈরি হয়েছে। সেই দলের নীতি নাকি ভুল ছিল। তাই তিনি ডানপন্থী যোগদান করেন। তার বিয়ে রিসিপশনের পোষা এল লন্ডন থেকে।


No comments