সামান্য বৃষ্টিতে হলদিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস জলমগ্নভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/xTOORfqIzHk
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতি। হলদিয়া শিল্প শহর প্রবেশদ্বার হাই রোডের কাছাকাছি বিভিন্ন জায়গায় রাস্তা…
সামান্য বৃষ্টিতে হলদিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস জলমগ্ন
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/xTOORfqIzHk
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতি। হলদিয়া শিল্প শহর প্রবেশদ্বার হাই রোডের কাছাকাছি বিভিন্ন জায়গায় রাস্তার দু'ধারেই নয়নজলি ভরাট করে বিভিন্ন গোডাউন দোকান ঘরবাড়ি তৈরি হয়েছে। আর সেজন্যই জল নিকাশি বেহাল । অল্প বৃষ্টিতে ১লা আগস্ট অফিস ছুটির সময় হয়ে গেল পঞ্চায়েত সমিতির অফিস এলাকা প্রায় এক হাঁটু জল দাঁড়িয়ে যায় অফিস আধিকারিকরা বাড়ি ফিরতে পাচ্ছেন না।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শিক্ষকদের হলফ নামা জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। আর তারই মধ্যে বৃষ্টি আর সেই এলাকায় জলমগ্ন সামনে নিকাশী নর্দমার জল ভর্তি হয়ে যায় ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এখন ডেঙ্গু প্রতিরোধ অভিযান চলছে তারই মধ্যে বৃষ্টি নর্দমার জল চারিদিকে জলমগ্ন হয়ে পরল এলাকার মানুষের দাবি ডেঙ্গু প্রতিরোধ নিয়ে পঞ্চায়েত সমিতির উদ্যোগে চুন বিচিং পাউডার ছড়ানো ছড়ানো হোক।
No comments