Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কারখানা সম্প্রসারণে জমি চাইল মার্কিন সংস্থা

কারখানা সম্প্রসারণে জমি চাইল মার্কিন সংস্থা
 আমেরিকান কোম্পানি মার্কাস অয়েল অ্যান্ড কেমিক্যাল প্রাইভেট লিমিটেড হলদিয়ায় নতুন বিনিয়োগ করতে চলেছে। সেজন্য তারা হলদিয়ায় আরও ছয় একর জমি চেয়ে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির কাছে আবেদন…

 


কারখানা সম্প্রসারণে জমি চাইল মার্কিন সংস্থা


 আমেরিকান কোম্পানি মার্কাস অয়েল অ্যান্ড কেমিক্যাল প্রাইভেট লিমিটেড হলদিয়ায় নতুন বিনিয়োগ করতে চলেছে। সেজন্য তারা হলদিয়ায় আরও ছয় একর জমি চেয়ে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির কাছে আবেদন করেছে। হলদিয়া এইচপিএল লিংক রোডের পাশে বাসুদেবপুর মৌজায় জমি পেতে তারা আগ্রহী। রাজ্যে প্রথম সরাসরি আমেরিকান বিনিয়োগ হলদিয়াতেই এই মার্কাস অয়েল কোম্পানির হাত ধরে ঘটেছে। ২০০১ সালে হলদিয়ার কসবেড়িয়া মৌজায় জমি অধিগ্রহণ এবং ২০০৩ সালে উৎপাদন শুরু করে তারা। প্রাথমিকভাবে ৩৫ কোটি টাকা খরচে উৎপাদন শুরু হয়। বর্তমানে সেই বিনিয়োগের পরিমাণ ১৫০ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে। ১৮ রকমের পলি ইথিলিন ওয়াক্স (মোম) উৎপাদন করা হয়। পিভিসি পাইপ তৈরিতে ব্যবহৃত মোম, মাস্টার ব্যাচ পিভিসি, পেপার কোটিং, রাবার প্রসেসিং, রোড মার্কিং, রং উৎপাদন, পালিশ,সুতো, ফল ইত্যাদিতে ব্যবহৃত মোম উৎপাদিত হয়। সেই সঙ্গে পিভিসি পাইপ তৈরিতে ব্যবহৃত এইচডিপিলেসন অক্সিনেশন এখানে তৈরি করা হয়। সব মিলিয়ে বছরে ৫০ হাজার মেট্রিক টন উৎপাদিত বিভিন্ন ধরনের ওয়াক্স বা মোম আমেরিকা, রাশিয়া, জাপান, জার্মান, হলদিয়া বন্দর থাকার অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড সহ সারা পৃথিবীর ৩০ টি দেশে হলদিয়া থেকে এই সংস্থার পণ্য রফতানি করা হয়। এবার সেই ব্যবসায়িক প্রসার ঘটাতে কারখানা সম্প্রসারণের প্রয়োজন হয়েছে। আর সেই কারণে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির কাছে আমেরিকান সংস্থাটি নতুন করে জমি চেয়েছে। হলদিয়ার কশবেড়িয়ায় কারখানার পাশেই হলদিয়া ডেভলপমেন্ট অথরিটির জমি রয়েছে। যোগাযোগ ব্যবস্থা। উৎপাদন এবং নজরদারি সুবিধার্থে কারখানা লাগোয়া সেই জমি তাদের প্রথম পছন্দ। কারখানার অপারেশনাল ম্যানেজার তাপস মাইতি জানান,

হলদিয়া বন্দর থাকার সুবাদে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রগুলিতে পণ্য পরিবহনের সুবিধা রয়েছে। হলদিয়ার কর্মসংস্কৃতি ও ভালো। রয়েছে দক্ষ শ্রমিক। সেই কারণে উৎপাদন এবং বিপণন দুটোই সাফল্যের মুখ দেখেছে । নতুন করে নতুন করে জমি এইচডি-এর কাছে চেয়েছি।” কারখানার প্লান্ট হেড নির্মল কুমার সাহু বলেন, “হলদিয়া শিল্প বান্ধব পরিবেশ রয়েছে। রয়েছে ভালো হলদিয়া ডেভেলাপমেন্ট অথরিটির কাছ থেকে জমি নিয়ে নতুন বিনিয়োগে আগ্রহী।”

No comments